Posts

মামার বাড়ি ফিরলেন মৌসম, ২০২৬ বিধানসভার আগে রাজনৈতিক আবহাওয়া বদল মৌসমের

Image
মালদা, ৩ জানুয়ারি: পুরনো দলেই আবার ফিরে গেলেন মৌসম বেনজির নূর। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে কংগ্রেসের দিল্লির সদর কার্যালয়ে যোগদান করেন মালদহের বরকত গণি সাহেবের কোতুয়ালি ভবনের অন্যতম মূখ মৌসম। দলের প্রতি অভিমান,একরাশ ক্ষোভ এবং দলের সঙ্গে ক্রমশ দূরত্ব কমে আসায় তৃণমূল ছেড়েছেন মৌসম বলে জানিয়েছেন। মৌসমের রাজনৈতিতে প্রবেশ ২০০৮ সালে। তার মা রুবি নূর যিনি তৎকালীন কংগ্রেস দলের বিধায়ক ছিলেন। তার মৃত্যুর পর মৌসম বেনজির নূর রাজনীতিতে প্রবেশ করেন। ২০০৯ সালের গোড়ার দিকে তিনি একই আসন থেকে বিধানসভায় নির্বাচিত হন। এই বছরই মালদহের উত্তর মালদা লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে লড়াই করে জয় লাভ করে সাংসদ নির্বাচিত হন। ২০১৯ সাল পযর্ন্ত সাংসদ ছিলেন তিনি। এরপর কংগ্রেসের সাংসদ থাকা কালীনই মৌসম শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়। এই বছরই ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূল তাকে উত্তর মালদার প্রার্থী করে। কিন্তু বিজেপি প্রার্থী খগেন মূমূর কাছে হেরে যায় মৌসম। এরপর প্রায় এক বছর পর তৃণমূল তাকে রাজ্যসভার সাংসদ করেন। মৌসমের অভিযোগ এরপর থেকেই...

ছেলের জন্মদিনে ডালপুরি বিক্রেতা বাবা অভিনব উদ্যোগ! সারাদিন বিনা পয়সায় খাওয়ালেন ডাল পুরি

Image
মালদা, ২৬ ডিসেম্বর: ছেলের জন্মদিনে ডালপুরি বিক্রেতা বাবার অভিনব উদ্যোগ। ছেলের জন্মদিন উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে ডালপুরি খাওয়ালেন পথ চলতি সাধারণ মানুষদের। ইংলিশ বাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওমেন্স কলেজ লাগোয়া রাস্তায় খাদ্যরসিকরা সকাল থেকেই ভিড় জমান এই ডালপুরীর দোকানে ‌ । তবে আজ শুক্রবার দিনটি ছিল একটু অন্যরকম। ডালপুরি খাবার পর অবাক হয়ে পড়লেন অনেকেই। করুন কন্ঠে ইংলিশ বাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকার বাসিন্দা নিতাই সাহা বলে উঠলেন আজ টাকা দিতে হবে না আমার ছেলের জন্মদিন। আপনারা শুধু দুহাত তুলে আশীর্বাদ করুন আমরা ছেলেকে।  নিতাই সাহা রোজ এক প্লেট ডালপুরি বিক্রি করেন ২০ টাকায়। কিন্তু আজ ছেলের জন্মদিন উপলক্ষে সকলকে জন্য বিনামূল্যে খাওয়ালেন। ছেলের জন্মদিন আজ ডালপুরি সাথে স্পেশাল মেনু ছিল পনির দিয়ে সবজি এবং সঙ্গে পায়েস। ডালপুরি বিক্রেতা নিতাই সাহার ছেলে শিবম সাহা। আজ তার তৃতীয় জন্ম বার্ষিকী। মেয়ে পাখি সাহা স্ত্রী মাম্পি সাহা এবং বৃদ্ধ মা-বাবাকে নিয়ে ছোট্ট সংসার নিতাইয়ের। ছেলের জন্মদিনে বাবা নিতাই সাহা রে উদ্যোগকে সা...

বাংলাদেশে মৌলবাদী হিংসার প্রতিবাদে মালদায় বামপন্থীদের ধিক্কার মিছিল

Image
মালদা, ২২ ডিসেম্বর: বাংলাদেশে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংখ্যালঘু এবং প্রগতিশীল মানুষের উপর নৃশংস মৌলবাদী আক্রমণের প্রতিবাদে পথে নামল বামপন্থী বিভিন্ন শাখা সংগঠন। সোমবার সন্ধ্যায় মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু করে গোটা শহর জুড়ে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে সিপিআইএম, আরএসপি সহ বামপন্থী বিভিন্ন সংগঠনের জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে এবং মুখে স্লোগান তুলে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় জড়িত মৌলবাদী শক্তির বিরুদ্ধে তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। বামপন্থী নেতৃত্বদের অভিযোগ, বাংলাদেশে পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়, ভিন্নমতাবলম্বী ও প্রগতিশীল মানুষের উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা আন্তর্জাতিক স্তরে উদ্বেগজনক বলেও তারা মন্তব্য করেন। অবিলম্বে এই হিংসা বন্ধ করতে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিও তোলা হয় মিছিল থেকে। মিছিল চলাকালীন বাম নেতারা বলেন, ধর্মের নামে মৌলবাদী সন্ত্রাস কখনওই মানব সভ্যতার পক্ষে গ্রহণযোগ্য নয়। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের এই পরিস্থি...

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

Image
মালদা, কালিয়াচক/২২ ডিসেম্বর: মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্রে আবার তৃণমূল ছেড়ে মিমে যোগদান করল বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক। মিমকে গুরুত্ব দিতে নারাজ একযোগে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস। ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়া মিমের উদ্দেশ্য দাবি তাদের। পাল্টা মিমের দাবি এতদিন তো এই রাজ্যে মিম ছিল না। তাহলে বিজেপির উত্থান হলো কিভাবে। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কোন কাজ করেনি। আর সেই কারণে এই দুটি দল থেকে মুখ ফিরিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তারা দলে দলে মিমে যোগদান করছে। মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গুদুয়া গ্রামে বেশ কিছু মানুষ তৃণমূল কংগ্রেস কংগ্রেস ছেড়ে এসে মিমে যোগদান করেন। তাদের হাতে পতাকা তুলে দেন মিমের মালদা জেলার সভাপতি রেজাউল করিম। এর আগেও এই বিধানসভা কেন্দ্রের অচিনতলা এলাকায় তৃণমূল ছেড়ে কয়েকশো কর্মী সমর্থক নিমে যোগদান করেছিল। আর এই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরীর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়...

মোগলসরাইয়ে দুর্ঘটনা, টাওয়ারের কাজে প্রাণ গেল মালদার পরিযায়ী শ্রমিকের

Image
মালদা, ইংরেজবাজার/২২ ডিসেম্বর: ভিন রাজ্যে টাওয়ারের কাজে গিয়ে ফের প্রাণ হারালেন মালদার পরিযায়ী শ্রমিক সাজ্জাদ খান, শোকস্তব্ধ গোটা গ্রাম। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন মালদা জেলার এক পরিযায়ী শ্রমিক। জানা গেছে, মৃত শ্রমিকের নাম সাজ্জাদ খান। তাঁর বাড়ি ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে। উত্তরপ্রদেশের মোগলসরাই এলাকায় টাওয়ারের কাজ করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সাজ্জাদের অকাল প্রয়াণে দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। তাঁর পেছনে রয়ে গেছেন তিন নাবালক সন্তান, স্ত্রী, বৃদ্ধা মা এবং মানসিক ভারসাম্যহীন বাবা। আজ, ২২শে ডিসেম্বর, সাজ্জাদ খানের কফিনবন্দী দেহ গ্রামে পৌঁছালে কান্নার রোলে ভারী হয়ে ওঠে এলাকার আকাশ-বাতাস। শেষবারের মতো তাঁকে দেখতে শত শত গ্রামবাসী ভিড় জমান এবং গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। স্বামীর নিথর দেহের সামনে কান্নায় ভেঙে পড়ে সাজ্জাদের স্ত্রী বলেন, "নাবালক বাচ্চাদের ফেলে আমার স্বামী আমাদের চিরকালের জন্য ছেড়ে চলে গেল। কীভাবে সংসার চলবে এখন কিছুই বুঝতে পারছি না।" শোকাতুর এই অ...

ভুতনি ব্রিজে মর্মান্তিক ঘটনা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল মানিকচক কলেজের ছাত্রীর

Image
মালদা, মানিকচক/২২ ডিসেম্বর: ভুতনি ব্রিজ থেকে ফুলহার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কলেজ ছাত্রীর মালদহের মানিকচকে ফের মর্মান্তিক ঘটনা। মানিকচক কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী ভুতনি ব্রিজ থেকে ফুলহার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মৃত ছাত্রীর নাম মাধুরী কর্মকার (২০)। তিনি ভূতনি থানার অন্তর্গত উত্তর চন্ডিপুর পঞ্চায়েতের পুলিনটলা গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে মাধুরী মথুরাপুরে কম্পিউটার ক্লাসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর আসে যে ভুতনি ব্রিজ থেকে এক তরুণী ফুলহার নদীতে ঝাঁপ দিয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় মৎস্যজীবীরা ওই তরুণীকে নদীতে ঝাঁপ দিতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা নদীতে নেমে তাকে উদ্ধার করেন এবং তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠ...

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

Image
মালদা, ২২ ডিসেম্বর: মালদহে ফের খুন। এবারে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে এক ব্যক্তিকে ভুজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএস ছোটো কামাত এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম আতাবুর রহমান (৪৫)। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে ওই ব্যক্তির গোঙানির আওয়াজ শুনে চিৎকার করতে শুরু করে পরিবারের লোকজন। কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তারা বেরোতে পারছিলেন না। ইতিমধ্যেই কোনক্রমে বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখা যায় ওই ব্যক্তির মাথা থেকে অঝোরে রক্ত ঝরছে। পরিবারের লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। রাতেই ঘটনাস্থলে এসেছিলেন কালিয়াচকের এসডিপিও ফয়জাল রাজা। এই ঘশুরয় দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসা বাদ শুরু করেছে পুলিশ। তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি।