Posts

ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন।

Image
মালদা, ১১ অক্টোবর: ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন। ডেপুটেশন চলাকালীন সাংসদ কে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। বিগত কয়েক বছরে গঙ্গা নদীর ভাঙ্গনে সর্বহারা হয়েছে রতুয়ার মহানন্দাটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় কয়েকশো পরিবার। ইতিমধ্যে মহানন্দাটোলার কান্তটোলা গ্রামের প্রায় শতাধিক বাড়িঘর তলিয়ে গেছে গঙ্গা নদীর গর্ভে। বুধবার ওই সমস্ত এলাকার ভাঙ্গন পীড়িত মানুষদের সঙ্গে নিয়ে ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবি জানিয়ে "গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ একশন নাগরিক কমিটির পক্ষ থেকে রতুয়া ১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পোকে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন এই বিক্ষোভ ডেপুটেশনে সামিল হয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। ডেপুটেশন চলাকালীন রতুয়া-১ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অজয় কুমার সিনহার নেতৃত্বে ব্লক গেটের সামনে সংসদকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূলের নেতাকর্মীরা। এই ঘটনার পর ব্লক দপ্তরের মূল ফাটকের সামনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবশেষে পুলিশি হস্তক্ষেপে সাংসদ সেখান থেকে বেরিয়ে যান। বিউ

ঋণের দায়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক কৃষক।

Image
রতুয়া, ১১ অক্টোবর: ঋণের দায়ে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে মৃত্যু হল এক কৃষকের। ঘটনা মালদা জেলার রতুয়া থানার দক্ষিণ চন্ডিপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ভুবেশ রায় বয়স (৬০)। পরিবারে রয়েছে স্ত্রী রাধা রায়, এক ছেলে ও দুই মেয়ে। পরিবার ও পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গেছে, দীর্ঘ বেশ কয়েক মাস ধরে অন্যের কাছ থেকে চড়া সুদের টাকা নিয়ে জমি চাষ করেছিলেন ওই কৃষক। সেই টাকা শোধ করতে পারছিলেন না বলে পরিবারের সদস্যরা জানান। আজ সকালে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় জমিতে দেওয়া কীটনাশক খায় ওই কৃষক। বাড়ির সদস্যরা কাজকর্ম করে ফিরে এসে দেখে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে বাড়ির মেঝেতে ওই কৃষক পাশেই রয়েছে কীটনাশকের কৌটা। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেইখান থেকে অবস্থার অবনতি হলে আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরী বিভাগেই কর্মরত কৃষকেরা ওই কৃষককে মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কৃষকের পরিবারসহ সহ গোটা এলাকায়। বিউরো রিপোর্ট

টাঙন নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

Image
পুরাতন মালদা, ১১ অক্টোবর: টাঙন নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বুধবার সকালে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের টাঙন নদী তীরবর্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মুচিয়া অঞ্চলের লক্ষ্মীপুর প্রাইমারি স্কুল এলাকায় টাঙ্গন নদীর ধারে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর এই ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন এলাকাবাসীরা। উল্লেখ্য কিছুদিন আগে নিখোঁজ হয় হবিবপুর থানার আইহো এলাকার এক যুবক। সেই মতো স্থানীয়দের সন্দেহ হলে নিখোঁজ সেই যুবকের পরিবারকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিখোঁজ সেই যুবকের পরিবারের সদস্যরা। এরপর নিখোঁজ যুবকের বাবা সেই মৃতদেহ দেখে শনাক্ত করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে উদ্ধার হওয়া মৃত যুবকের নাম মোহন দাস বয়স (২৪) বছর বাড়ি হবিবপুর থানার আইহো রতি রামপাড়ায়। মৃত ওই যুবকের বাবা রাধেশ্যাম দাস জানান যে গত দুইদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল তার ছেলে, নিখোঁজ হওয়ার প

পুকুর থেকে অর্ধনগ্ন মহিলার মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

Image
হরিশ্চন্দ্রপুর, ১০ অক্টোবর: পুকুর থেকে অর্ধনগ্ন মহিলার মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে । রাত থেকে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে অদূরে পুকুর থেকে অর্ধনগ্ন এক মহিলার দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাওয়ামারী ও তেঁতুলবাড়ী এলাকায়।আজ মঙ্গলবার বিকালে তেঁতুলবাড়ী গ্রাম থেকে প্রায় পাঁচশো মিটার দূরে‌ জাবরা নামক মাঠে এক পুকুর থেকে ওই মহিলার দেহটি উদ্ধার করেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই মৃত মহিলাটির নাম তিলিয়া ঋষি (৩৬)।বাড়ি তেতুলবাড়ী এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পুকুর মালিকের ছেলে রমেন ওঁরাও আজ দুপুরে পুকুর পাড়ে আসলে জলে এক মহিলার অর্ধনগ্ন দেহ ভেসে থাকতে দেখতে পান।এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে,সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই গৃহবধূ।পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।স্বামী দুবা ঋষি এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন। স্বামী-স্ত্

নদী বাঁচাতে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি

Image
মালদা, ১০ অক্টোবর: নদী বাঁচাতে অভিনব উদ্যোগ একটি স্বেচ্ছাসেবী সংস্থার। ভাটরা বিলে ঘুরতে আসা পর্যটক এবং গ্রামবাসীদের কাছে গণস্বাক্ষর নিয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার আবেদন। প্রায় বিলুপ্ত পুরাতন মালদহের প্রাচীন বেহুলা নদী। একদিকে নদীখাদ বুঁজে আসছে। অপরদিকে নিয়মিত শহরের কলকারখানার দূষিত জল নদীতে পড়ছে। দূষিত হচ্ছে নদীর জল। প্রশাসনের গাফিলতির ফলে ক্রমশ হারিয়ে যাচ্ছে বেহুলা নদী। বেহুলা নদীকে বাঁচাতে এগিয়ে আসল মালদহের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বেহুলা নদীর তীরবর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বেহুলা বাঁচাও কমিটি তৈরি করা হয়েছে। আগামী দিনে এই নদী বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে, কমিটির পক্ষ থেকে। তার আগে রবিবার পুরাতন মালদহের ভাটরা গ্রামে বেহুলা নদীর তীরে এক আলোচনা সভা ও গণস্বাক্ষর অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়। ভাটরা বিলে বহু পর্যটক এখন ঘুরতে আসছেন। তাঁদের কাছেই নদী বাঁচানোর জন্য স্বাক্ষর গ্রহণ করা হয়। আগামীতে এই স্বেচ্ছাসেবী সংস্থা ও গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নদী বাঁচানো কে কেন্দ্র করে প্রশাসনের হাতে তুলে দেবে। একসময় এই বেহুলা নদীর জলে

পূজোর চাঁদা থেকে কাটছাঁট করে রাস্তার কাজের সূচনা তৃণমূল কাউন্সিলরের

Image
মালদা, ১০ অক্টোবর : পূজোর চাঁদা থেকে কাটছাঁট করে রাস্তার কাজের সূচনা তৃণমূল কাউন্সিলরের। তৃণমূল পরিচালিত পৌরসভা থাকা সত্ত্বেও চাঁদা তুলে রাস্তার কাজের সূচনা করলেন ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা। তৃণমূল পরিচালিত পৌরসভা থাকলেও শহরের ২৩ নম্বর ওয়ার্ডের জন্য কোন অর্থ বরাদ্দ করা হয়নি। বিগত দিনেও একাধিক রাস্তার কাজ স্থানীয়দের সহযোগিতায় চাঁদা তুলে হয়েছে বলে দাবি কাউন্সিলরের। তিনি মানুষের কাছে বদ্ধপরিকর তাই মানুষের কথা মাথায় রেখে যে করেই হোক দাবি পূরণ করার চেষ্টা করেন। তাই পুজোর মুখে পুজোর চাঁদাই কাটছাঁট করে পাড়ার রাস্তার জন্য চাঁদা তুলেন কাউন্সিলর সহ স্থানীয়রা। প্রায় ১৪ লক্ষ টাকা চাঁদা তুলে ২৩ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর এলাকায় এই রাস্তার কাজের শুভ সূচনা করেন শাসক দল তৃণমূলের কাউন্সিলর সুজিত সাহা। বিউর রিপোর্ট নিউজ ফর বেঙ্গল। পূজোর চাঁদা থেকে কাটছাঁট করে রাস্তার কাজের সূচনা তৃণমূল কাউন্সিলরের

মালদার গাজোলের মাছ বিক্রেতার বাড়ি থেকে উদ্ধার হল প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা

Image
মালদা, 4 সেপ্টেম্বর: মালদার গাজোলের মাছ বিক্রেতার বাড়ি থেকে উদ্ধার হল প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা। রবিবার সকাল ১১টা নাগাদ গাজোল থানার ঘাকশোল এলাকার ওই মাছ বিক্রেতার বাড়িতে অভিযান চালায় রাজ্য গোয়েন্দা দপ্তরের একটি দল।  সামান্য বাজারে মাছ বিক্রি করা ওই ব্যক্তির বাড়িতে টাকার পাহাড় দেখে চক্ষুচড়ক গাছ হয়ে যায় অভিযানকারী গোয়েন্দা কর্তাদের । এই পরিস্থিতির বিষয়টি জানাজানি হতেই ঘাকসোল এলাকার ওই মাছ বিক্রেতার বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী। পরে ওই মাছ বিক্রেতার বাড়িতে তদন্তে আছে মালদা ও দক্ষিণ দিনাজপুর রেঞ্জের এসপি (সিআইডি) আনিস সরকার। এমনকি টাকা গোনার জন্য নিয়ে আনা হয় আধুনিক একটি মেশিনও।  প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে টাকা গোনার কাজ। সব কাজ শেষ হয়ে যাওয়ার পর বেলা তিনটায় গোয়েন্দা কর্তাদের পক্ষ থেকে ওই মাছ বিক্রেতার বাড়ি থেকে মোট ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার ৫০ টাকা উদ্ধারের কথা জানিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মাছ বিক্রেতার নাম জয়প্রকাশ সাহা। তাকে গ্রেফতার করেছে