ঋণের দায়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক কৃষক।
রতুয়া, ১১ অক্টোবর: ঋণের দায়ে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে মৃত্যু হল এক কৃষকের। ঘটনা মালদা জেলার রতুয়া থানার দক্ষিণ চন্ডিপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ভুবেশ রায় বয়স (৬০)। পরিবারে রয়েছে স্ত্রী রাধা রায়, এক ছেলে ও দুই মেয়ে। পরিবার ও পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গেছে, দীর্ঘ বেশ কয়েক মাস ধরে অন্যের কাছ থেকে চড়া সুদের টাকা নিয়ে জমি চাষ করেছিলেন ওই কৃষক। সেই টাকা শোধ করতে পারছিলেন না বলে পরিবারের সদস্যরা জানান। আজ সকালে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় জমিতে দেওয়া কীটনাশক খায় ওই কৃষক। বাড়ির সদস্যরা কাজকর্ম করে ফিরে এসে দেখে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে বাড়ির মেঝেতে ওই কৃষক পাশেই রয়েছে কীটনাশকের কৌটা। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেইখান থেকে অবস্থার অবনতি হলে আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরী বিভাগেই কর্মরত কৃষকেরা ওই কৃষককে মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কৃষকের পরিবারসহ সহ গোটা এলাকায়।
বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল।
Comments
Post a Comment