মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা

মালদা, ২১ ডিসেম্বর: নীল-সাদা রঙের ঝকঝকে চারতলা ভবন। বড় বড় হরফে লেখা— ‘রাত্রি নিবাস’ এবং নিচে উল্লেখ রয়েছে ‘রোগীর পরিজনদের জন্য’। বিপুল অর্থ ব্যয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে গড়ে ওঠা এই রাত্রি নিবাস ভবনটি বছর কয়েক আগে নির্মাণ সম্পূর্ণ হলেও আজও রোগীর পরিজনদের জন্য খুলে দেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে শত শত রোগীর আত্মীয়স্বজনকে।
প্রতিদিনই মালদা মেডিকেল চত্বরে দেখা যায়, ট্রমা কেয়ার ইউনিটের বারান্দা, মাতৃমা ভবনের সামনে শেডের নিচে কিংবা আউটডোরের বাইরে নর্দমার ধারে আশ্রয় নিচ্ছেন রোগীর পরিজনেরা। শীতের এই কনকনে ঠান্ডায় কেউ মাটিতে প্লাস্টিক বিছিয়ে, কেউ মশারি টাঙিয়ে কোনওরকমে রাত কাটাচ্ছেন। অনেকেই দিনের পর দিন এই অমানবিক পরিস্থিতির মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন।
রোগীর আত্মীয় সাজ্জাক শেখ বলেন, “ভেতরে এত বড় বাড়ি খালি পড়ে আছে, অথচ আমরা ঠান্ডায় মাটিতে শুয়ে রাত কাটাচ্ছি। কর্তৃপক্ষ দেখেও কিছু করছে না।”
মোহাম্মদ জিয়াউল শেখের অভিযোগ, “রাত্রি নিবাস লেখা থাকলেও আমাদের সেখানে ঢুকতে দেওয়া হয় না। পরিবার নিয়ে হাসপাতালের বারান্দায় থাকতে হচ্ছে।”
আর এক রোগীর আত্মীয় মুনচি করা বলেন, “শৌচাগার, জল—কোনও ব্যবস্থাই ঠিকমতো নেই। অসুস্থ মানুষদের সঙ্গে এসে এভাবে থাকতে হচ্ছে।”
এই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস অভিযোগ করে বলেন, “রাজ্য সরকার কেবলমাত্র নামফলক বসিয়ে দায় সারে। সাধারণ মানুষের জন্য তৈরি রাত্রি নিবাস বন্ধ রেখে মানুষের কষ্ট বাড়ানো হচ্ছে।”
অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, “রাত্রি নিবাস চালু করার প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই এটি রোগীর পরিজনদের জন্য খুলে দেওয়া হবে।”
এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, “আমরা খুব শীঘ্রই রাত্রি নিবাস ভবনটি একটি সংস্থার হাতে তুলে দেব। তারপরই সেটি চালু করা হবে।”
কবে খুলবে রাত্রি নিবাস—এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় মালদা মেডিকেলে চিকিৎসা করাতে আসা হাজার হাজার রোগীর পরিজন। ততদিন পর্যন্ত শীত, বৃষ্টি ও দুর্ভোগের মধ্যেই হাসপাতাল চত্বরে রাত কাটানোই যেন তাদের নিয়তি।

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে