দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা
মালদা, ২২ ডিসেম্বর: মালদহে ফের খুন। এবারে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে এক ব্যক্তিকে ভুজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএস ছোটো কামাত এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম আতাবুর রহমান (৪৫)। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে ওই ব্যক্তির গোঙানির আওয়াজ শুনে চিৎকার করতে শুরু করে পরিবারের লোকজন। কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তারা বেরোতে পারছিলেন না। ইতিমধ্যেই কোনক্রমে বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখা যায় ওই ব্যক্তির মাথা থেকে অঝোরে রক্ত ঝরছে। পরিবারের লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। রাতেই ঘটনাস্থলে এসেছিলেন কালিয়াচকের এসডিপিও ফয়জাল রাজা। এই ঘশুরয় দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসা বাদ শুরু করেছে পুলিশ। তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি।
Comments
Post a Comment