তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

মালদহ, সুমিত ঘোষ: তৃণমূল কর্মীদের, এবার হাতে লাঠি ও ঝাঁটা দিয়ে মারার নিদান বিজেপি নেতার। প্রকাশ্য সভা থেকে তার এই বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য। পাল্টা তৃণমূল বিধায়কের দাবি, সামনে ভোট আছে, মাঠে ময়দানে দেখা হবে।। 
মালদার বৈষ্ণবনগর এর ১৬ মাইলে, বিজেপির একটি জনসভা থেকে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তারক ঘোষ বক্তব্য রাখতে গিয়ে, বলেন প্রত্যেক মা-বোনদের বলছি, হাতে লাঠি ধরবেন। হাতে ঝাঁটা ধরবেন। যেখানেই দেখবেন সেখানেই পেটাবেন।
যতক্ষণ না এদের পশ্চিমবঙ্গ থেকে এদের উৎপাত করে ফেলছি ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে। রক্ষী হতে হবে। আমরা শুধু সরকারের পরিবর্তন করব না। বাংলার পরিবর্তন করব, সোনার বাংলার পরিবর্তন করব। সোনার বাংলা হবে। 
কেন তিনি ঝাঁটা লাঠি দিয়ে মারার কথা বললেন এ প্রশ্নের জবাবে, তিনি বলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এখানকার বিধায়ক, একজন মহিলা। এই রাজ্যে নারী নির্যাতন চলছে। কোথাও ধর্ষণ হচ্ছে। কোথাও নারী নির্যাতন হচ্ছে। মহিলারা বিচার পাচ্ছে না। আর সেই কারণেই বলেছি হাতে ঝাঁটা_লাঠি নিতে হবে।
পাল্টা এলাকার তৃণমূল বিধায়ক চন্দনা সরকার বলেন, বিজেপির টিকিট নেবার জন্য এই নেতা এইসব উল্টো পাল্টা কথা বলছে। সামনে নির্বাচন মাঠে ময়দানে দেখা হবে। কার্যতো পাল্টা হুংকার দিয়েছেন তিনি।

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা