ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

মালদা, ২০ ডিসেম্বর : বড়সড় সাফল্য মালদহ ডিভিশন আরপিএফ এর। পাচারের আগে ১২৮ টি জীবন্ত কচ্ছপ ও কাছিম উদ্ধার করল মালদহ ডিভিশনের আরপিএফ। বস্তায় করে পাচারের আগে মালদা টাউন রেলওয়ে স্টেশনে আরপিএফ অভিযানে মোট ১২৮ টি জীবিত কচ্ছপ ও কাছিম সহ গ্রেফতার এক মহিলা। মালদহ রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, মালদা টাউন রেলওয়ে স্টেশনে, ১৩৪১০ কিউল–মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির এসকর্ট ডিউটি চলাকালীন আরপিএফ কর্মীরা লক্ষ্য করেন যে, ট্রেনটি নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর একজন মহিলা যাত্রী পাঁচটি ভারী ব্যাকপ্যাক ব্যাগ এবং একটি পাটের ব্যাগ বহন করছেন। যাত্রীটি ব্যাগগুলোর ভেতরে থাকা জিনিসপত্র সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন এবং এই তথ্য মালদহ আরপিএফ কে জানানো হয়। এদিন রাত প্রায় ১০ টা নাগাদ ট্রেনটি মালদা টাউন রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে, আরপিএফ অফিসাররা মহিলা কর্মীদের সাথে নিয়ে যৌথ তল্লাশি চালান এবং বস্তার ভেতরে লুকানো ১২৮টি জীবিত কচ্ছপ উদ্ধার করেন।উদ্ধারকৃত কচ্ছপ ও কাছিম এবং অভিযুক্ত ব্যক্তিদের পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা