ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন।

মালদা, ১১ অক্টোবর: ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন। ডেপুটেশন চলাকালীন সাংসদ কে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। বিগত কয়েক বছরে গঙ্গা নদীর ভাঙ্গনে সর্বহারা হয়েছে রতুয়ার মহানন্দাটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় কয়েকশো পরিবার। ইতিমধ্যে মহানন্দাটোলার কান্তটোলা গ্রামের প্রায় শতাধিক বাড়িঘর তলিয়ে গেছে গঙ্গা নদীর গর্ভে। বুধবার ওই সমস্ত এলাকার ভাঙ্গন পীড়িত মানুষদের সঙ্গে নিয়ে ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবি জানিয়ে "গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ একশন নাগরিক কমিটির পক্ষ থেকে রতুয়া ১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পোকে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন এই বিক্ষোভ ডেপুটেশনে সামিল হয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। ডেপুটেশন চলাকালীন রতুয়া-১ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অজয় কুমার সিনহার নেতৃত্বে ব্লক গেটের সামনে সংসদকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূলের নেতাকর্মীরা। এই ঘটনার পর ব্লক দপ্তরের মূল ফাটকের সামনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবশেষে পুলিশি হস্তক্ষেপে সাংসদ সেখান থেকে বেরিয়ে যান।
বিউরো রিপোর্ট ফর বেঙ্গল

Comments

More News from News4Bengal

মালদার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় ৬ জন কে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ।।

মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা INTTUC'র।

মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে।

মালদার গাজোলের মাছ বিক্রেতার বাড়ি থেকে উদ্ধার হল প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা