টাঙন নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
পুরাতন মালদা, ১১ অক্টোবর: টাঙন নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বুধবার সকালে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের টাঙন নদী তীরবর্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মুচিয়া অঞ্চলের লক্ষ্মীপুর প্রাইমারি স্কুল এলাকায় টাঙ্গন নদীর ধারে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর এই ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন এলাকাবাসীরা। উল্লেখ্য কিছুদিন আগে নিখোঁজ হয় হবিবপুর থানার আইহো এলাকার এক যুবক। সেই মতো স্থানীয়দের সন্দেহ হলে নিখোঁজ সেই যুবকের পরিবারকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিখোঁজ সেই যুবকের পরিবারের সদস্যরা। এরপর নিখোঁজ যুবকের বাবা সেই মৃতদেহ দেখে শনাক্ত করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে উদ্ধার হওয়া মৃত যুবকের নাম মোহন দাস বয়স (২৪) বছর বাড়ি হবিবপুর থানার আইহো রতি রামপাড়ায়। মৃত ওই যুবকের বাবা রাধেশ্যাম দাস জানান যে গত দুইদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল তার ছেলে, নিখোঁজ হওয়ার পর মালদা থানায় একটি মিসিং ডাইরিও করা হয় বলে জানান বাবা রাধেশ্যাম। আজ সকালে স্থানীয়দের মারফত জানতে পারে যে নদীর ধারে একটি মৃতদেহ ভাসছে। এরপর ঘটনা স্থলে এসে দেখেন যে সেই মৃত দেহটি তার ছেলের। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায়। খুন নাকি আত্মহত্যা তা জানতে মৃতদেহ ময়নাতদন্ত পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল
Comments
Post a Comment