পুকুর থেকে অর্ধনগ্ন মহিলার মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে
হরিশ্চন্দ্রপুর, ১০ অক্টোবর: পুকুর থেকে অর্ধনগ্ন মহিলার মৃত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে । রাত থেকে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে অদূরে পুকুর থেকে অর্ধনগ্ন এক মহিলার দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাওয়ামারী ও তেঁতুলবাড়ী এলাকায়।আজ মঙ্গলবার বিকালে তেঁতুলবাড়ী গ্রাম থেকে প্রায় পাঁচশো মিটার দূরে জাবরা নামক মাঠে এক পুকুর থেকে ওই মহিলার দেহটি উদ্ধার করেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই মৃত মহিলাটির নাম তিলিয়া ঋষি (৩৬)।বাড়ি তেতুলবাড়ী এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পুকুর মালিকের ছেলে রমেন ওঁরাও আজ দুপুরে পুকুর পাড়ে আসলে জলে এক মহিলার অর্ধনগ্ন দেহ ভেসে থাকতে দেখতে পান।এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর।
পরিবার সূত্রে জানা গিয়েছে,সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই গৃহবধূ।পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।স্বামী দুবা ঋষি এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন। স্বামী-স্ত্রী দুজনেই দিনমজুরি করতেন। কিন্তু কিভাবে নিখোঁজ হয়ে ছিলেন ওই গৃহবধূ? খুন নাকি আত্মহত্যা? ক্রমশ দানা বাঁধছে রহস্য।
বিউরো রিপোর্ট ফর বেঙ্গল
Comments
Post a Comment