পূজোর চাঁদা থেকে কাটছাঁট করে রাস্তার কাজের সূচনা তৃণমূল কাউন্সিলরের
মালদা, ১০ অক্টোবর : পূজোর চাঁদা থেকে কাটছাঁট করে রাস্তার কাজের সূচনা তৃণমূল কাউন্সিলরের। তৃণমূল পরিচালিত পৌরসভা থাকা সত্ত্বেও চাঁদা তুলে রাস্তার কাজের সূচনা করলেন ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা। তৃণমূল পরিচালিত পৌরসভা থাকলেও শহরের ২৩ নম্বর ওয়ার্ডের জন্য কোন অর্থ বরাদ্দ করা হয়নি। বিগত দিনেও একাধিক রাস্তার কাজ স্থানীয়দের সহযোগিতায় চাঁদা তুলে হয়েছে বলে দাবি কাউন্সিলরের। তিনি মানুষের কাছে বদ্ধপরিকর তাই মানুষের কথা মাথায় রেখে যে করেই হোক দাবি পূরণ করার চেষ্টা করেন। তাই পুজোর মুখে পুজোর চাঁদাই কাটছাঁট করে পাড়ার রাস্তার জন্য চাঁদা তুলেন কাউন্সিলর সহ স্থানীয়রা। প্রায় ১৪ লক্ষ টাকা চাঁদা তুলে ২৩ নম্বর ওয়ার্ডের তেলিপুকুর এলাকায় এই রাস্তার কাজের শুভ সূচনা করেন শাসক দল তৃণমূলের কাউন্সিলর সুজিত সাহা।
বিউর রিপোর্ট নিউজ ফর বেঙ্গল।
Comments
Post a Comment