মালদার গাজোলের মাছ বিক্রেতার বাড়ি থেকে উদ্ধার হল প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা

মালদা, 4 সেপ্টেম্বর: মালদার গাজোলের মাছ বিক্রেতার বাড়ি থেকে উদ্ধার হল প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা। রবিবার সকাল ১১টা নাগাদ গাজোল থানার ঘাকশোল এলাকার ওই মাছ বিক্রেতার বাড়িতে অভিযান চালায় রাজ্য গোয়েন্দা দপ্তরের একটি দল।  সামান্য বাজারে মাছ বিক্রি করা ওই ব্যক্তির বাড়িতে টাকার পাহাড় দেখে চক্ষুচড়ক গাছ হয়ে যায় অভিযানকারী গোয়েন্দা কর্তাদের । এই পরিস্থিতির বিষয়টি জানাজানি হতেই ঘাকসোল এলাকার ওই মাছ বিক্রেতার বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী। পরে ওই মাছ বিক্রেতার বাড়িতে তদন্তে আছে মালদা ও দক্ষিণ দিনাজপুর রেঞ্জের এসপি (সিআইডি) আনিস সরকার। এমনকি টাকা গোনার জন্য নিয়ে আনা হয় আধুনিক একটি মেশিনও।  প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে টাকা গোনার কাজ। সব কাজ শেষ হয়ে যাওয়ার পর বেলা তিনটায় গোয়েন্দা কর্তাদের পক্ষ থেকে ওই মাছ বিক্রেতার বাড়ি থেকে মোট ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার ৫০ টাকা উদ্ধারের কথা জানিয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মাছ বিক্রেতার নাম জয়প্রকাশ সাহা। তাকে গ্রেফতার করেছে রাজ্য গোয়েন্দা দপ্তরের কর্তারা। এই টাকার উৎস কি তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং রাজ্য গোয়েন্দা কর্তারা।

উল্লেখ্য, মালদা থেকে গাজোল যাওয়ার পথে টোলপ্লাজা পেরিয়ে ঘাকসোল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারেই রয়েছে ওই মাঠ বিক্রেতার বাড়ি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, নিম্নবিত্ত পরিবারের গৃহকর্তা জয়প্রকাশ সাহা। তিনি স্থানীয় এলাকার বাজারে মাছ বিক্রি করেন। আর সেই মাছ বিক্রেতার বাড়িতে এই টাকার পাহাড়ের হদিস মেলায় রীতিমতো চক্ষুচড়ক গাছ হয়ে গিয়েছে স্থানীয় গ্রামবাসীদের।

ঘাকসোল এলাকার বাসিন্দা জয় প্রকাশ সাহার প্রতিবেশীদের বক্তব্য , কয়েক বছর আগে আগে জয়প্রকাশ সাহা তার একটি পৈত্রিক ধানিজমি বিক্রির সামান্য কিছু ভাগের টাকা পেয়ে কোন রকমে বাড়ি তৈরি করেছেন । অত্যন্ত গরিব পরিবারের ওই ব্যক্তির নুন আনতে পান্তা ফুরায়। বাজারে মাছ বিক্রি করে সংসার চলে তার । বাড়িতে টাকার পাহাড় ভাবতেই অবাক লাগছে। এদিন সকালে গোয়েন্দা অফিসারেরা জয় প্রকাশ সাহার বাড়ি থেকেই কোটি টাকার উপর উদ্ধার করেছে। এটা দেখেই সকলে অবাক হয়ে গিয়েছে।

গোয়েন্দা দপ্তরের একটি সূত্র থেকে জানা গিয়েছে, জয়প্রকাশ সাহার এক শ্যালক ওম সাহা। তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায়। ওই ব্যক্তি বিভিন্ন ধরনের মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। কিছুদিন আগেই তাকে গ্রেফতার করা হয় । এরপরই তাকে জেরা করে জানা যায় যে বিশাল পরিমাণ টাকা ওই ব্যক্তি তার জামাইবাবুর বাড়িতে মজুত রেখেছে । সম্পূর্ণ টাকাগুলি বেআইনি। এরপরই বিষয়টি জানতে পেরে এদিন সকালে গাজোলের ওই মাছ বিক্রেতা জয়প্রকাশ সাহার বাড়িতেই অভিযান চালানো হয়। সেখানে ৫০০ এবং ২০০০ টাকার নোটের অসংখ্য বান্ডিল উদ্ধার হয়েছে । উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার ৫০ টাকা। তবে অভিযুক্ত জয় প্রকাশসহ মাদক কারবারের সঙ্গে যুক্ত রয়েছে বল প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারী গোয়েন্দা কর্তারা।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুর রেঞ্জের এসপি (সিআইডি) আনিস সরকার জানিয়েছেন , এই ঘটনার সঙ্গে বেআইনি মাদকের কারবার জোগসাজোক রয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। 

Comments

More News from News4Bengal

মালদার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় ৬ জন কে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ।।

মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা INTTUC'র।

মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে।

ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন।