নদী বাঁচাতে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি

মালদা, ১০ অক্টোবর: নদী বাঁচাতে অভিনব উদ্যোগ একটি স্বেচ্ছাসেবী সংস্থার। ভাটরা বিলে ঘুরতে আসা পর্যটক এবং গ্রামবাসীদের কাছে গণস্বাক্ষর নিয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার আবেদন। প্রায় বিলুপ্ত পুরাতন মালদহের প্রাচীন বেহুলা নদী। একদিকে নদীখাদ বুঁজে আসছে। অপরদিকে নিয়মিত শহরের কলকারখানার দূষিত জল নদীতে পড়ছে। দূষিত হচ্ছে নদীর জল। প্রশাসনের গাফিলতির ফলে ক্রমশ হারিয়ে যাচ্ছে বেহুলা নদী। বেহুলা নদীকে বাঁচাতে এগিয়ে আসল মালদহের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বেহুলা নদীর তীরবর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বেহুলা বাঁচাও কমিটি তৈরি করা হয়েছে। আগামী দিনে এই নদী বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে, কমিটির পক্ষ থেকে। তার আগে রবিবার পুরাতন মালদহের ভাটরা গ্রামে বেহুলা নদীর তীরে এক আলোচনা সভা ও গণস্বাক্ষর অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়। ভাটরা বিলে বহু পর্যটক এখন ঘুরতে আসছেন। তাঁদের কাছেই নদী বাঁচানোর জন্য স্বাক্ষর গ্রহণ করা হয়। আগামীতে এই স্বেচ্ছাসেবী সংস্থা ও গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নদী বাঁচানো কে কেন্দ্র করে প্রশাসনের হাতে তুলে দেবে। একসময় এই বেহুলা নদীর জলে সাধারণ মানুষ স্নান করতেন। নদীর দুই তীরে কৃষি জমিতে চাষাবাদ হত বেহুলা নদীর জলে। তবে বর্তমানে পুরাতন মালদহের নারায়ণপুর এলাকায় গড়ে ওঠা একাধিক কলকারখানার দূষিত জল এই নদীতে নিয়মিত পড়ছে। ফলে নদীর জল দূষিত হয়েছে নদীর দুই তীরের সাধারণ মানুষ স্নান করতে পারছেন না এই জলে। এমনকি চাষাবাদ হচ্ছে না। তাই আশেপাশের গ্রামের বাসিন্দারাও চাইছেন বেহুলা নদী বাঁচাতে। গ্রামের বাসিন্দারাও এই উদ্যোগের সামিল হবে।
বিউর রিপোর্ট নিউজ ফর বেঙ্গল 

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা