মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা INTTUC'র।
মালদা, ১৭ এপ্রিল: মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা করলো মালদা জেলা তৃনমূল শ্রমিক সংগঠন। রবিবার মালদার কলিয়াচক 2 ব্লকের মেহেরাপুরে একটি বেসরকারি বিদ্যালয়ে এলাকার বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভার মধ্য দিয়ে নর সুন্দর সমাজ কল্যাণ সমিতি তথা নাপিত ইউনিয়ন , LPG গ্যাস সিলিন্ডার ডেলিভারি শ্রমিক ইউনিয়ন, বিড়ি শ্রমিক ইউনিয়ন, ছোট গাড়ির শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সমস্যা কে মাথায় রেখে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন মালদা জেলা INTTUC সভাপতি শুভদীপ সান্যাল সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তর বঙ্গ উন্নয়ন এবং জল সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্ব কৌশিক ঝা এবং ব্লক নেতৃত্ব ফারুক আব্দুল্লাহ সহ এলাকার তৃনমূল নেতৃত্বরা।
Comments
Post a Comment