মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে।
মালদা, ১৭ এপ্রিল: মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে। রবিবার মালদা জেলার কালিয়াচক 2 ব্লকের পঞ্চানন্দপুরে ম্যাক্সি, বাস, ট্যাক্সি ও ছোট গাড়ির শ্রমিক সংগঠনের প্রায় শতাধিক শ্রমিক যোগদান করলো তৃণমুলের শ্রমিক সংগঠন INTTUC তে। এদিনের এই যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন মালদা জেলা INTTUC সভাপতি শুভদীপ সান্যাল, কালিয়াচক 2 ব্লকের INTTUC নেতৃত্ব ফারুক আব্দুল্লাহ,জেলা নেতৃত্ব কৌশিক ঝা সহ এলাকার তৃনমূল কর্মী সমর্থকরা। জেলা তৃনমূল শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্যাল বলেন, ''মালদার এই ম্যাক্সি, বাস, ট্যাক্সি ও ছোট গাড়ির শ্রমিক সংগঠন যা দীর্ঘ 30 বছর যাবত সি আই টি ইউ এর দ্বারা পরিচালিত হতো কিন্তু শ্রমিকরা যখন বিভিন্ন কোন সমস্যায় পড়তেন তখন তারা সি.আই.টি.ইউ এর নেতৃত্বকে তারা পাশে পেতেন না। তাই তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর প্রতি আস্থা রেখে এলাকার জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে আলোচনা ক্রমে আজ সি.আই.টি.ইউ ছেড়ে আইএনটিটিইউসি তে যোগদান করলেন''।
Comments
Post a Comment