সুজাপুরে ২০২১-এর সাফল্যের পুনরাবৃত্তির লক্ষ্য, কালিয়াচক-১ ব্লকে কিষান ক্ষেত মজদুর তৃণমূলের শক্তি প্রদর্শন
মালদহ, ২০ ডিসেম্বর: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মালদহ জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করার কথা স্মরণ করিয়ে দিয়ে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আরও বৃহৎ ব্যবধানে তাঁকে জয়ী করার লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানাল কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যকে সামনে রেখেই কালিয়াচক-১ ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার কালিয়াচক-১ ব্লকের দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসায় আয়োজিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, সংগঠনের জেলা সভাপতি পূর্ণেন্দু ঘোষ, রাজ্য কমিটির সদস্য মোহাম্মদ কুরবান শেখ, কালিয়াচক এক ব্লক কিষান খেতমজুর সভাপতি তানজাউল হক , কালিয়াচক ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিলউল শেখ সহ কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সম্মেলনে বক্তারা বলেন, কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই কৃষক ও ক্ষেতমজুরদের স্বার্থে গোটা জেলা জুড়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। কৃষকদের নানান সমস্যা সমাধানে সহযোগিতা করা, তাঁদের পাশে দাঁড়ানো এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই সংগঠনের মূল লক্ষ্য। এদিনের ব্লক স্তরের বাৎসরিক সম্মেলনে সংগঠনের সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের ভূমিকা ও দায়িত্ব নিয়েও আলোচনা হয়। সম্মেলন থেকে দলীয় সংগঠন আরও মজবুত করার আহ্বান জানানো হয়।
Comments
Post a Comment