মোগলসরাইয়ে দুর্ঘটনা, টাওয়ারের কাজে প্রাণ গেল মালদার পরিযায়ী শ্রমিকের
মালদা, ইংরেজবাজার/২২ ডিসেম্বর: ভিন রাজ্যে টাওয়ারের কাজে গিয়ে ফের প্রাণ হারালেন মালদার পরিযায়ী শ্রমিক সাজ্জাদ খান, শোকস্তব্ধ গোটা গ্রাম। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন মালদা জেলার এক পরিযায়ী শ্রমিক। জানা গেছে, মৃত শ্রমিকের নাম সাজ্জাদ খান। তাঁর বাড়ি ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে। উত্তরপ্রদেশের মোগলসরাই এলাকায় টাওয়ারের কাজ করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সাজ্জাদের অকাল প্রয়াণে দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। তাঁর পেছনে রয়ে গেছেন তিন নাবালক সন্তান, স্ত্রী, বৃদ্ধা মা এবং মানসিক ভারসাম্যহীন বাবা। আজ, ২২শে ডিসেম্বর, সাজ্জাদ খানের কফিনবন্দী দেহ গ্রামে পৌঁছালে কান্নার রোলে ভারী হয়ে ওঠে এলাকার আকাশ-বাতাস। শেষবারের মতো তাঁকে দেখতে শত শত গ্রামবাসী ভিড় জমান এবং গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। স্বামীর নিথর দেহের সামনে কান্নায় ভেঙে পড়ে সাজ্জাদের স্ত্রী বলেন, "নাবালক বাচ্চাদের ফেলে আমার স্বামী আমাদের চিরকালের জন্য ছেড়ে চলে গেল। কীভাবে সংসার চলবে এখন কিছুই বুঝতে পারছি না।" শোকাতুর এই অসহায় পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য করুণ আবেদন জানিয়েছেন।
ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যান, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী, তিনি মৃত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও পাশে থাকার এবং সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।
Comments
Post a Comment