মালদায় তৃণমূল সরকারের ‘উন্নয়নের পাঁচালি’কে ‘পাপের পাঁচালি’ বলে কটাক্ষ মিনাক্ষী মুখার্জির

পুরাতন মালদহ, ২০ ডিসেম্বর: রাজ্যের তৃণমূল সরকারের তথাকথিত ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচিকে কটাক্ষ করে সিপিআইএম রাজ্য নেত্রী মিনাক্ষী মুখার্জি বললেন, “এটা উন্নয়নের পাঁচালি নয়, এটা আসলে পাপের পাঁচালি।” শনিবার পুরাতন মালদার মঙ্গলবাড়িতে সারা ভারত ক্ষেত মজুর ও শ্রমজীবী ইউনিয়নের তৃতীয় মালদা জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত এক প্রকাশ্য সমাবেশ থেকে এই মন্তব্য করেন তিনি।
সমাবেশের মঞ্চ থেকে মিনাক্ষী মুখার্জি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, তৃণমূল সরকার উন্নয়নের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বাস্তবে কৃষক, ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানের কোনও প্রকৃত উন্নয়ন হয়নি। তিনি বলেন, “যেখানে কাজ নেই, ন্যায্য মজুরি নেই, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা বেহাল, সেখানে উন্নয়নের কথা বলা শুধুই ভাঁওতা।”
মিনাক্ষী আরও বলেন, রাজ্যের গ্রামাঞ্চলে কৃষক ও ক্ষেতমজুররা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। চাষের খরচ বেড়েছে, অথচ ফসলের ন্যায্য দাম মিলছে না। বহু মানুষ কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারের নীতিকেই দায়ী করেন তিনি।
সমাবেশে তিনি কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারের নীতির সমালোচনা করে বলেন, শ্রমজীবী মানুষের অধিকার ক্রমাগত খর্ব করা হচ্ছে। বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের নাম প্রচার করা হলেও তার সুফল সাধারণ মানুষের কাছে ঠিকভাবে পৌঁছচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এই প্রকাশ্য সভা থেকে মিনাক্ষী মুখার্জি কৃষক, ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। তিনি বলেন, নিজেদের অধিকার আদায় করতে হলে সংগঠিত আন্দোলনের কোনও বিকল্প নেই। সারা ভারত ক্ষেত মজুর ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃত্বে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এদিনের সম্মেলনে সিপিআইএম ও শ্রমিক সংগঠনের একাধিক জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা