ত্রাণ নয়, স্থায়ী সমাধান চাই! ভুতনিতে গঙ্গা ভাঙন নিয়ে প্রশাসনকে বার্তা মিনাক্ষী মুখার্জির
মানিকচক, ভুতনি/২০ ডিসেম্বর: গঙ্গা ভাঙনে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে মালদহ জেলার মানিকচক ব্লকের ভুতনি উত্তর চণ্ডীপুরের কালুটনটোলা এলাকায় পৌঁছালেন সিপিআইএম রাজ্য নেত্রী মিনাক্ষী মুখার্জি। ভাঙনের জেরে যাঁরা ঘরবাড়ি হারিয়ে ভুতনির বাঁধের উপর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
এদিন মিনাক্ষী মুখার্জি প্রথমে ভুতনির সুবোধ চৌধুরী পাঠশালায় গিয়ে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করেন। বিদ্যালয়ের পরিকাঠামো, পড়াশোনার অবস্থা ও ভাঙনের প্রভাব নিয়ে শিশুদের কাছ থেকেই অভিজ্ঞতা শোনেন তিনি। এরপর ভাঙন দুর্গত পরিবারগুলির মধ্যে কম্বল বিতরণ করা হয়।
বাঁধে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলতে গিয়ে ভাঙন দুর্গতরা তাঁদের দীর্ঘদিনের দুর্দশার কথা তুলে ধরেন। ঘরবাড়ি, চাষের জমি ও জীবিকার উৎস হারিয়ে কীভাবে অনিশ্চিত জীবনযাপন করতে হচ্ছে, সে কথাও জানান তাঁরা। জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা ও নিরাপদ পুনর্বাসনের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
এই পরিস্থিতিতে মিনাক্ষী মুখার্জি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত ভাঙন দুর্গতদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানান। তিনি বলেন, শুধু ত্রাণ নয়, সরকারকে অবিলম্বে ভাঙন কবলিত মানুষদের নিরাপদ জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং ভুতনি এলাকার বাঁধ সংস্কারে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে, সিটু সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিনহা, মোজাফার হোসেন, শ্যামল বসাক সহ সিপিআইএমের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
Comments
Post a Comment