বাংলাদেশে মৌলবাদী হিংসার প্রতিবাদে মালদায় বামপন্থীদের ধিক্কার মিছিল

মালদা, ২২ ডিসেম্বর: বাংলাদেশে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংখ্যালঘু এবং প্রগতিশীল মানুষের উপর নৃশংস মৌলবাদী আক্রমণের প্রতিবাদে পথে নামল বামপন্থী বিভিন্ন শাখা সংগঠন। সোমবার সন্ধ্যায় মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু করে গোটা শহর জুড়ে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।
এই প্রতিবাদ মিছিলে সিপিআইএম, আরএসপি সহ বামপন্থী বিভিন্ন সংগঠনের জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে এবং মুখে স্লোগান তুলে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় জড়িত মৌলবাদী শক্তির বিরুদ্ধে তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
বামপন্থী নেতৃত্বদের অভিযোগ, বাংলাদেশে পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়, ভিন্নমতাবলম্বী ও প্রগতিশীল মানুষের উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা আন্তর্জাতিক স্তরে উদ্বেগজনক বলেও তারা মন্তব্য করেন। অবিলম্বে এই হিংসা বন্ধ করতে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিও তোলা হয় মিছিল থেকে।
মিছিল চলাকালীন বাম নেতারা বলেন, ধর্মের নামে মৌলবাদী সন্ত্রাস কখনওই মানব সভ্যতার পক্ষে গ্রহণযোগ্য নয়। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের এই পরিস্থিতি গোটা উপমহাদেশের গণতন্ত্র ও সম্প্রীতির পক্ষে বিপজ্জনক ইঙ্গিত বহন করছে। তাই এই ঘটনার বিরুদ্ধে নীরব না থেকে প্রতিবাদে শামিল হওয়া জরুরি।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই ধিক্কার মিছিল শেষে আন্দোলনকারীরা জানান, আগামী দিনেও বাংলাদেশে সংখ্যালঘু ও প্রগতিশীল মানুষের উপর আক্রমণ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বামপন্থী সংগঠনগুলি।

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা