ছেলের জন্মদিনে ডালপুরি বিক্রেতা বাবা অভিনব উদ্যোগ! সারাদিন বিনা পয়সায় খাওয়ালেন ডাল পুরি
মালদা, ২৬ ডিসেম্বর: ছেলের জন্মদিনে ডালপুরি বিক্রেতা বাবার অভিনব উদ্যোগ। ছেলের জন্মদিন উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে ডালপুরি খাওয়ালেন পথ চলতি সাধারণ মানুষদের। ইংলিশ বাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওমেন্স কলেজ লাগোয়া রাস্তায় খাদ্যরসিকরা সকাল থেকেই ভিড় জমান এই ডালপুরীর দোকানে । তবে আজ শুক্রবার দিনটি ছিল একটু অন্যরকম। ডালপুরি খাবার পর অবাক হয়ে পড়লেন অনেকেই। করুন কন্ঠে ইংলিশ বাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকার বাসিন্দা নিতাই সাহা বলে উঠলেন আজ টাকা দিতে হবে না আমার ছেলের জন্মদিন। আপনারা শুধু দুহাত তুলে আশীর্বাদ করুন আমরা ছেলেকে।
নিতাই সাহা রোজ এক প্লেট ডালপুরি বিক্রি করেন ২০ টাকায়। কিন্তু আজ ছেলের জন্মদিন উপলক্ষে সকলকে জন্য বিনামূল্যে খাওয়ালেন। ছেলের জন্মদিন আজ ডালপুরি সাথে স্পেশাল মেনু ছিল পনির দিয়ে সবজি এবং সঙ্গে পায়েস। ডালপুরি বিক্রেতা নিতাই সাহার ছেলে শিবম সাহা। আজ তার তৃতীয় জন্ম বার্ষিকী। মেয়ে পাখি সাহা স্ত্রী মাম্পি সাহা এবং বৃদ্ধ মা-বাবাকে নিয়ে ছোট্ট সংসার নিতাইয়ের। ছেলের জন্মদিনে বাবা নিতাই সাহা রে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি সাধারন মানুষরাও।
Comments
Post a Comment