ভুতনি ব্রিজে মর্মান্তিক ঘটনা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল মানিকচক কলেজের ছাত্রীর
মালদা, মানিকচক/২২ ডিসেম্বর: ভুতনি ব্রিজ থেকে ফুলহার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কলেজ ছাত্রীর
মালদহের মানিকচকে ফের মর্মান্তিক ঘটনা। মানিকচক কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী ভুতনি ব্রিজ থেকে ফুলহার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মৃত ছাত্রীর নাম মাধুরী কর্মকার (২০)। তিনি ভূতনি থানার অন্তর্গত উত্তর চন্ডিপুর পঞ্চায়েতের পুলিনটলা গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে মাধুরী মথুরাপুরে কম্পিউটার ক্লাসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর আসে যে ভুতনি ব্রিজ থেকে এক তরুণী ফুলহার নদীতে ঝাঁপ দিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় মৎস্যজীবীরা ওই তরুণীকে নদীতে ঝাঁপ দিতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা নদীতে নেমে তাকে উদ্ধার করেন এবং তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
কী কারণে ওই ছাত্রী আত্মহত্যা করলেন, তা এখনও স্পষ্ট নয়। পরিবার ও পুলিশ—দুই পক্ষই ঘটনার পিছনে কোনো মানসিক চাপ, পারিবারিক সমস্যা বা অন্য কোনো কারণ ছিল কিনা, তা খতিয়ে দেখছে। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
Comments
Post a Comment