বেপরোয়া মোটর বাইকের ধাক্কায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক প্রৌঢ়া।
মালদা, 23 আগস্ট: বেপরোয়া মোটর বাইকের ধাক্কায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক প্রৌঢ়া। একটি বেপরোয়া মোটর বাইকের ধাক্কায় জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে। জখম প্রৌঢ়ার নাম তারা কর্মকার বয়স (৫৫)। রতুয়া থানার কর্মকার পাড়ায় বাড়ি তাঁর। জানা যায় সোমবার সন্ধ্যের দিকে কাজের ক্ষেত্রে বাড়ির কাছে সামসি রোডে যান তিনি। বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গেলে মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে চিকিৎসাধিন অবস্হায় রয়েছেন ওই প্রৌঢ়া।
Comments
Post a Comment