পরিত্যক্ত একটি বাগানে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
ইংরেজ বাজার, ২২ আগস্ট: পরিত্যক্ত একটি বাগানে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মহদিপুর গ্রাম পঞ্চায়েতের পাতালচন্ডী এলাকায়। ঘটনার খবর পেয়ে তদন্তে যায় ইংরেজবাজার থানার পুলিশ। যদিও ওই ব্যক্তির নাম ও পরিচয় জানতে পারে নি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছরের কাছাকাছি । পাতালচন্ডী এলাকার একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল ওই ব্যক্তির দেহ। এদিন সকালে কিছু মানুষ কাজে যাওয়ার সময় সেটি দেখতে পাই। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। আশেপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করেও মৃত ওই ব্যক্তির কোন পরিচয় জানা যায় নি। তবে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Comments
Post a Comment