পশ্চিম মেদিনীপুরে জলের তোড়ে ভাঙলো দুর্বল সেতু যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় ১০ টি গ্রাম।
পশ্চিম মেদিনীপুর, 21 আগস্ট: পশ্চিম মেদিনীপুরে জলের তোড়ে ভাঙলো দুর্বল সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন ১০ টি গ্রাম। নিম্নচাপের জেরে টানা বৃষ্টি নদীতে ক্রমশ বাড়ছে জল আর সেই জলের চাপেই রবিবার সাত সকালে দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁটা দরজা এবং সীমানার মাঝে শিলাবতী নদীর উপর তৈরী কাঠের সেতু জলের তোড়ে ভেঙে যায়। আর এর জেরেই যোগাযোগ বিচ্ছিন্ন দাসপুর ঘাটাল এবং চন্দ্রকোনা এলাকার প্রায় ১০ থেকে ১২ টির ও বেশি গ্রাম। স্থানীয়দের অভিযোগ নিজ নড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার সীমানা ও কাঁটাদরজা গ্রামের মাঝে শিলবতী নদীর উপর এই কাঠের সেতুর হাল বেহাল ছিল দীর্ঘদিন ধরেই। জলের তোড়ের ফলে ভেঙেছে এই সেতু বলে জানা গেছে। এর জেরে যোগাযোগ বিছিন্ন হওয়ায় সমস্যায় পড়েছেন দাসপুরের কাঁটাদরজা, চন্দ্রকোনার, সহ আসে পাশের প্রায় ১০ থেকে ১২ টি গ্রামের মানুষজন।
Comments
Post a Comment