মোথাবাড়িতে লরির ধাক্কায় গুরুতর আহত এক সাইকেল আরোহী।
মোথাবাড়ি, 23 আগস্ট: লরির ধাক্কায় গুরুতর আহত এক সাইকেল আরোহী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি এলাকায়। জানা গেছে আহত ওই সাইকেল আরোহীর নাম ইব্রাহিম শেখ। বাড়ি উত্তর লক্ষীপুর এলাকায়। জানা যায় এদিন সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। ঠিক সেই সময় মোথাবাড়ি এলাকায় বেপরোয়া একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে আহত হন ওই ব্যক্তি। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসা চলছে তার।
Comments
Post a Comment