উদ্যানপালন দপ্তরের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী উদ্যান পালন সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করা হল।

মালদা, 22 আগস্ট: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী উদ্যান পালন সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করা হল। মালদা শহরের গৌড় রোড় এলাকায় অবস্থিত জেলা উদ্যান ভবনে সপ্তাহব্যাপী উদ্যান পালন সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জানা গেছে এই পাঁচ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শিবির, বিনামূল্যে উন্নত প্রজাতির ফলের চারা বিতরণ, বর্ষাকালীন পেঁয়াজের বীজ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতিন সিংহানীয়া, উপ উদ্যান পালন অধিকর্তা সামন্ত লায়েক,কৃষি অধিকর্তা প্রদীপ কুমার দাস, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কেন্দ্রীয় কৃষি খামারের বৈজ্ঞানিক ডক্টর দীপক নায়েক, জেলা শিল্প কেন্দ্রের মুখ্য আধিকারিক মানবেন্দ্র মন্ডল, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা সহ অন্যান্যরা। জানা যায় এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের মধ্যে উন্নত প্রজাতির আম এবং কলা গাছের চারা বিতরণ করা হয়। জানা গেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম মালদায় অনুষ্ঠিত হচ্ছে উদ্যান পালন সপ্তাহ।

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা