বেআইনি প্লাস্টিকের ক্যারিব্যাগের বিরুদ্ধে বিভিন্ন বাজারে অভিযান চালালো জেলা প্রশাসন।
মালদা, 21 আগস্ট: রবিবার ছুটির দিনে বেআইনি প্লাস্টিকের ক্যারিব্যাগের বিরুদ্ধে বিভিন্ন বাজারে অভিযান চালালো জেলা প্রশাসন। ছুটির দিন উপলক্ষে মালদা শহরের বিভিন্ন বাজার গুলিতে ক্রেতাদের ভিড় হওয়ার প্রবণতা বেশি থাকে। সেইদিকে লক্ষ্য রেখেই এদিন সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানোর নেতৃত্বে অভিযান চালানো হয়। ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতা নিয়ে এই অভিযান চালায় জেলা প্রশাসনের কর্তারা। বেআইনি ক্যারিব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকানী কে জরিমানাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি বেআইনি প্লাস্টিক ব্যবহার বন্ধের ক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্ক করা হয় প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য, ১ জুলাই থেকে রাজ্য প্রশাসন নির্দেশ জারি করেছে বেআইনি প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে এই অভিযান । এদিন সকালে মালদা শহরের মকদমপুর পুরো মার্কেট, চিত্তরঞ্জন পুরো বাজার, নেতাজি পুরো মার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় প্লাস্টিক ব্যবহার বন্ধের ক্ষেত্রে অভিযান চালানো হয়।
Comments
Post a Comment