সোনাজয়ী কিশোরকে সংবর্ধিত করলো মালদহের চাঁচল থানার পুলিশ।


চাঁচল, 21 আগস্ট: সোনা জয়ী কিশোরকে সংবর্ধনা চাঁচল পুলিশের।সোনাজয়ী কিশোরকে সংবর্ধিত করলো মালদহের চাঁচল থানার পুলিশ। রবিবার সকালে চাঁচল বাজার পাড়ায় ওই কিশোর হর্ষ মিশ্রের বাড়িতে পরিবারের সম্মুখে সংবর্ধনা জানানো হয় পুলিশের তরফে। চাঁচল থানার আই.সি পুর্ণেন্দু কুমার কুন্ডু পুস্প স্তবক হাতে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন ও মুখ মিষ্টি করান ওই কিশোরকে। পাশাপাশি ওই কিশোরের পরিবারের সাথে কথা বলে হর্ষের উচ্চ সাফল্যে এগিয়ে যাওয়ার কামনা করার পাশে থাকার আশ্বাস দেয় চাঁচল থানার পুলিশ।উল্লেখ্য,আন্তর্জাতিক স্তরের ক্যারাট প্রতিযোগিতার কাতা বিভাগে সোনার পদক পেয়ে চাঁচলে নাম উজ্জল করেছে হর্ষ মিশ্র। তার এই সাফল্যে খুশি পরিবার সহ গোটা চাঁচলবাসি।

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা