মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করলেন নর্থ বেঙ্গল বাষ্পর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন সদস্যরা।

মালদা, 22 আগস্ট: সোমবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করলেন নর্থ বেঙ্গল বাষ্পর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন সদস্যরা। বিভিন্ন দাবী দাওয়া বিষয়বস্তু নিয়ে তারা সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল বাষ্পফোর এন্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর ‌কোর কমিটির সম্পাদক গৌতম দাস কোর এছাড়াও ছিলেন চার জেলার কোর কমিটির সম্পাদক ও সদস্যরা। জানা যায় দীর্ঘদিন ধরে তাদের সমাজের মানুষেরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। দাবি গুলির মধ্যে অন্যতম দুটি দাবি হলো প্রথমত কোন সদস্যের মৃত্যুর পরেও এখনো অব্দি সদস্যদের পরিবারের পক্ষ থেকে কেউ কাজ পায়নি , দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে তাদের বেতন বাড়ানো হচ্ছে না। তাই তারা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন।

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা