মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করলেন নর্থ বেঙ্গল বাষ্পর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন সদস্যরা।

মালদা, 22 আগস্ট: সোমবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করলেন নর্থ বেঙ্গল বাষ্পর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন সদস্যরা। বিভিন্ন দাবী দাওয়া বিষয়বস্তু নিয়ে তারা সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল বাষ্পফোর এন্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর ‌কোর কমিটির সম্পাদক গৌতম দাস কোর এছাড়াও ছিলেন চার জেলার কোর কমিটির সম্পাদক ও সদস্যরা। জানা যায় দীর্ঘদিন ধরে তাদের সমাজের মানুষেরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। দাবি গুলির মধ্যে অন্যতম দুটি দাবি হলো প্রথমত কোন সদস্যের মৃত্যুর পরেও এখনো অব্দি সদস্যদের পরিবারের পক্ষ থেকে কেউ কাজ পায়নি , দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে তাদের বেতন বাড়ানো হচ্ছে না। তাই তারা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন।

Comments

More News from News4Bengal

মালদার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় ৬ জন কে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ।।

মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা INTTUC'র।

ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন।

মালদায় তৃণমুলের জেলা সভাপতির জন্মদিনে শুভেচ্ছার ঝড় জেলা জুড়ে।

মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে।