চার দিনব্যাপী ক্রিকেট খেলার আয়োজন করলো নিয়ামতপুর শিশু এবং নারী কল্যাণ সমিতি।
ইংরেজ বাজার, 21 আগস্ট: নিয়ামতপুর শিশু এবং নারী কল্যাণ সমিতির উদ্যোগে চার দিনব্যাপী ক্রিকেট খেলার আয়োজন। রবিবার তারই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ইংরেজ বাজার ব্লকের কৃষ্ণনগর মাঠে। জানা যায় বুধবার থেকে শুরু হয় টক্কা বলে ছক্কা ক্রিকেট খেলা। আর এদিন এরই ফাইনাল খেলা দেখতে ভিড় জমান শোতধিক ক্রীড়া প্রেমীরা। খেলায় উইনার হয় নিয়ামতপুর, রানার্স হয় বাসুদেবপুর। খেলা শেষে খেলওয়ার দের ট্রফি দিয়ে পুরুস্কৃত করা হয় খেলা পরিচালনা কমিটির তরফ থেকে। এদিনের এই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃনমূল নেতা মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী, মিল্কি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুল ইসলাম, বিনোদপুর গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ জামিল,ওই সমিতির সদস্য শেখ মুননা সহ এলাকার জনসাধারণ। খেলা শেষে চাম্পিয়ানদের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।
Comments
Post a Comment