বন্ধুর হাতে গুলিবিদ্ধ আরেক বন্ধু। ঘটনার তিনদিন কেটে গেলেও এখনো অধরা অভিযুক্তরা।

মালদা, 22 আগস্ট: বন্ধুর হাতে গুলিবিদ্ধ আরেক বন্ধু। ঘটনার তিনদিন কেটে গেলেও এখনো অধরা অভিযুক্তরা। গুলিবিদ্ধ যুবকের পরিবারবর্গ দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। গুলিবিদ্ধ যুবকের স্ত্রীর অভিযোগ, ঘটনার প্রায় তিন দিন কেটে গেলেও এখনো অভিযুক্ত রকি খানকে গ্রেফতার করেনি পুলিশ। প্রাণভয়ে তারা আতঙ্কিত রয়েছেন। তার স্বামী মৃত্যুর সঙ্গে লড়ছে। সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি। উল্লেখ্য শুক্রবার রাত্রে ইংলিশ বাজার থানার নঘরিয়া এলাকায় পুরনো বিবাদের জেরে গুলিবিদ্ধ হন মনিরুল খান। তার বন্ধু রকি খান তাকে গুলি করে বলে অভিযোগ। এরপর গুলিবিদ্ধ ওই যুবককে মালদা শহরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। বর্তমানে ওই যুবক সাহাপুর এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনায় দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে সরব হয়েছেন গুলিবিদ্ধ যুবকের পরিবারবর্গ।

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা