বিয়ে করতে না চাওয়ায় এক বিধবা ও তাঁর ২ ছেলেকে ব্যাপক মারধর করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে।

ইংরেজ বাজার, 23 আগস্ট: বিয়ে করতে না চাওয়ায় এক বিধবা ও তাঁর ২ ছেলেকে ব্যাপক মারধর করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। তাছাড়া ওই বিধবাকে কীটনাশক পান করিয়ে প্রাণে মারার চেষ্টারও অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা দেখতে পেয়ে মা ও ২ ছেলেকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে ভর্তির ব্যবস্থা করে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন মা সুখসারি মণ্ডল(‌৩৬)‌। ২ ছেলে শুভঙ্কর ও সুরাজকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ইংলিশবাজার থানার রায়পুর এলাকায়। কিছুদিন ধরে সুখসারিকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করা শুরু করে পাশের পাড়ার এক যুবক। বিয়ে করতে না চাওয়ায় সোমবার দুপুরে সুখসারিকে একা পেয়ে তুলে নিয়ে গিয়ে বেঁধে রাখে অভিযুক্ত যুবক। তারপর কীটনাশক পান করিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। ২ ছেলে খবর পেয়ে মাকে উদ্ধার করতে ছুটে গেলে তাদেরও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। পরে গ্রামবাসীরা ৩ জনকে উদ্ধার করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments

More News from News4Bengal

মালদার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় ৬ জন কে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ।।

মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা INTTUC'র।

ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন।

মালদায় তৃণমুলের জেলা সভাপতির জন্মদিনে শুভেচ্ছার ঝড় জেলা জুড়ে।

মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে।