নৌকো করে দিঘি পারাপার করার সময় জলে ডুবে মৃত্যু ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের।

বামনগোলা, ২২ আগস্ট: নৌকো করে দিঘি পারাপার করার সময় জলে ডুবে মৃত্যু ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার সালালপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম অজয় বাড়ুই (১২) বাড়ি ওই এলাকায়। স্থানীয় বামনগোলা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে। জানা যায় রবিবার দুপুরে চার বন্ধু মিলে স্থানীয় দীঘিতে ঘুরতে যায়। দিঘির পাড়ে বাঁধা একটি নৌকায় তারা খেলতে থাকে। খেলতে খেলতে দিঘির মাঝ বরাবর চলে আসে সেই নৌকো। ঠিক সেই সময় নৌকাটি উল্টে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার কাজে হাত লাগান। তিনজন কে উদ্ধার করা সম্ভব হলেও একজন কিশোর তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর দেহ উদ্ধার হলে। তড়িঘড়ি উদ্ধার করে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।

Comments

More News from News4Bengal

মালদার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় ৬ জন কে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ।।

মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা INTTUC'র।

ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন।

মালদায় তৃণমুলের জেলা সভাপতির জন্মদিনে শুভেচ্ছার ঝড় জেলা জুড়ে।

মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে।