সাপের কামড়ে আহত এক বধূ চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।


মালদা, 21 আগস্ট: সাপের কামড়ে আহত এক বধূ চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা গাজোল থানার গোডাং এলাকায়। আহত গৃহবধূ রুমা সরকার বয়স (৩০) বছর। পরিবার রয়েছে স্বামী মিঠুন সরকার। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো আজ সকালে ও বাড়ি থেকে এক কিলো মিটার দূরে স্বামী স্ত্রী দুজন মিলে জমিতে যায় কাঁচা সবজি তুলতে। সবজি তোলার সময় ওই গৃহবধূকে ডান পায়ে কামড় মারে সাপ। গৃহবধূ চিৎকারে তার স্বামী ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই গৃহবধূ।

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা