রাতের অন্ধকারে মিল্কি শোভানগর এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবককে।
মালদা, 20 আগস্ট: রাতের অন্ধকারে মিল্কি শোভানগর এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবককে। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল ইংলিশ বাজার থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে মিল্কির শোভানগর এলাকায় হানা দিয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে ধৃত যুবকের নাম মোহাম্মদ রুবেল বাড়ি মানিককে। তার হেফাজতের থেকে পুলিশ উদ্ধার করেছে দুটি পাইপ গান এবং দুটি কার্তুজ। শনিবার ধৃত ওই যুবককে মালদা জেলা আদালতে পেশ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ।
Comments
Post a Comment