ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড় সড় সাফল্য পেলো মালদা জেলা পুলিশ।

মালদা, ১৮ জুন: ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড় সড় সাফল্য পেলো মালদা জেলা পুলিশ। ২ কেজি ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন জন পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। গাজোল টোল প্লাজা এলাকায় নাকা চেকিং করার সময় একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। ঘটনায় গ্রেপ্তার করা হয় তিন জনকে। শনিবার দুপুরে মালদা ফার্ম এলাকায় এই মর্মে এক সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, মালদা জেলা জুড়ে চারটি নাকা চেকিং করা হয়েছে। নাকা চেকিং থাকাকালীন গাজোল টোল প্লাজা থেকে একটি চারচাকা গাড়ি আটক করা হয়। উদ্ধার হয় ২ কেজি ৬০০ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। শনিবার ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের হেফাজতে নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা