মাদ্রাসা এবং মাধ্যমিক বোর্ডের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল মালদা জেলা পুলিশ।

মালদা, ১৫ জুন: মাদ্রাসা এবং মাধ্যমিক বোর্ডের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল মালদা জেলা পুলিশ। বুধবার দুপুরে মালদা জেলা পুলিশ লাইনে আয়োজন করা হয়েছিল এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার শাহ কুমার অমিত সহ অন্যান্য। জানা যায় এদিন মাদ্রাসা এবং মাধ্যমিক বোর্ডে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়।

Comments

More News from News4Bengal

মালদার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় ৬ জন কে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ।।

মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা INTTUC'র।

ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন।

মালদায় তৃণমুলের জেলা সভাপতির জন্মদিনে শুভেচ্ছার ঝড় জেলা জুড়ে।

মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে।