তৃনমূল শ্রমিক সংগঠনের একটি যোগদান সভা অনুষ্ঠিত হলো জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয়ে।

মালদা, ১৭ জুন: তৃনমূল শ্রমিক সংগঠনের একটি যোগদান সভা অনুষ্ঠিত হলো জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয়ে। শুক্রবার মালদা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে INTTUC এর একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। মালদা জেলা INTTUC সভাপতি শুভদীপ সান্যালের হাত ধরে নারায়ণপুর শিল্প তালুক এর সেঞ্চুরি সিমেন্ট গোডাউন এর 21 জন শ্রমিক সহ প্রায় শতাধিক অন্যান্য শ্রমিক যোগদান করেন। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মাননীয়া মৃণালিনী মন্ডল মাইতি মহাশয়া, জেলা INTTUC নেতৃত্ব কৌশিক ঝা, পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর তথা INTTUC নেতৃত্ব শ্যাম মন্ডল, সংশ্লিষ্ট গোডাউনের শ্রমিক নেতা মাসিদুর রহমান, আব্দুল ওয়াহাব সহ দলীয় কর্মীরা।

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা