তৃনমূল শ্রমিক সংগঠনের একটি যোগদান সভা অনুষ্ঠিত হলো জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয়ে।
মালদা, ১৭ জুন: তৃনমূল শ্রমিক সংগঠনের একটি যোগদান সভা অনুষ্ঠিত হলো জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয়ে। শুক্রবার মালদা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে INTTUC এর একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। মালদা জেলা INTTUC সভাপতি শুভদীপ সান্যালের হাত ধরে নারায়ণপুর শিল্প তালুক এর সেঞ্চুরি সিমেন্ট গোডাউন এর 21 জন শ্রমিক সহ প্রায় শতাধিক অন্যান্য শ্রমিক যোগদান করেন। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মাননীয়া মৃণালিনী মন্ডল মাইতি মহাশয়া, জেলা INTTUC নেতৃত্ব কৌশিক ঝা, পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর তথা INTTUC নেতৃত্ব শ্যাম মন্ডল, সংশ্লিষ্ট গোডাউনের শ্রমিক নেতা মাসিদুর রহমান, আব্দুল ওয়াহাব সহ দলীয় কর্মীরা।
Comments
Post a Comment