অভিনব উদ্যোগ মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের।
মালদা, ১৫ জুন: অভিনব উদ্যোগ মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। ইতিহাস প্রসিদ্ধ গৌড়ে শুরু হওয়া রামকেলি মেলায় জলছত্র এবং প্রাথমিক চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। বুধবার এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনিশ সরকার, এ এস আই অভিষেক তালুকদার,
মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক ভূপতি মন্ডল সহ অন্যান্যরা। এদিন সকাল থেকেই ঐতিহাসিক রামকেলি মেলায় রাজ্য সহ দেশ-বিদেশ থেকে ভক্তদের ভিড় উপচে পড়েছে। মূলত দূর দূরান্ত থেকে আসা সেই সকল ভক্তদের জন্য এই জল ছত্র এবং প্রাথমিক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন এই শিবিরে উপস্থিত হয়ে নিজে হাতে ভক্তদের মধ্যে জল বিতরণ করতে দেখা যায় অতিরিক্ত পুলিশ সুপার অনিস সরকারকে।
Comments
Post a Comment