আধুনিক ভাবে সাজিয়ে তোলা হচ্ছে মালদা রবীন্দ্র ভবন।
মালদা, ১৮ জুন: আধুনিক ভাবে সাজিয়ে তোলা হচ্ছে মালদা রবীন্দ্র ভবন। শনিবার সকাল ১১ টা নাগাদ মালদা রবীন্দ্র ভবন পরিদর্শন করলেন জেলা শাসক নিতীন সিংঘানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা।গত কয়েক বছর ধরে থমকে ছিল মালদা রবীন্দ্র ভবন সংস্কারের কাজ। নতুন করে রবীন্দ্রভবনের সভা কক্ষ ও ভবনের অন্যান্য জায়গাগুলি সংস্কারের কাজ শুরু করা হয়েছে। মালদার সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম সভা কক্ষ ছিল মালদা রবীন্দ্র ভবন। বর্তমানে শহরের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি অডিটোরিয়াম রয়েছে।
নতুন করে রবীন্দ্র ভবনের গরিমা ফিরিয়ে আনতে জোর কদমে শুরু হয়েছে সংস্কারের কাজ।
পরিদর্শনের পর ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, কিছু কারণবশত থমকে ছিল রবীন্দ্র ভবন সংস্কারের কাজ। নতুন করে ভবনটি আবার সংস্কারের কাজ শুরু করা হয়েছে। রবীন্দ্র ভবনের অডিটোরিয়াম আধুনিক ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আবার অনুষ্ঠিত হবে রবীন্দ্র ভবনের অডিটোরিয়ামে। আসা করছি আগামী এক বছরের মধ্যে রবীন্দ্র ভবন সংস্কারের কাজ শেষ হবে।
Comments
Post a Comment