জাতীয় স্তরে স্বাস্থ্য সচেতনতার নজির গড়লেন মালদা এবং রায়গঞ্জের তিন যুবক।

মালদা, ১১ মে: মালদা থেকে দিল্লি পায়ে হেঁটে যাত্রা সেরে মালদায় ফিরলেন তিনজন যুবক। রক্তদান, সচেতনতা বৃদ্ধি ও থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষ্যে গত ৮ ই মার্চ মালদা থেকে তিনজন যুবক রওয়ানা দেন দিল্লির উদ্দেশ্যে। প্রায় 46 দিনের এই পথযাত্রা সেরে বুধবার মালদায় ফেরেন তারা। তিনজনের মধ্যে দুজন মালদার যদুপুর এবং কালিয়াচক এলাকার এবং একজন দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জের। তাদের মধ্যে মালদার যদুপুরের হলেন নাইফ শেখ ও কলিয়াচকের আলমগীর খান এবং রায়গঞ্জ থেকে হিমাংশু শীল। জানা যায় তাদের এই পথযাত্রায় সমস্ত জায়গায় সকল রকমের সাহায্য করা হয় , এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রি নেতা থেকে শুরু করে জাতীয় স্তরে স্বাস্থ্য আধিকারিক সহ সকলে। যাত্রাশেষে এদিন তাদের মালদা ফেরার খুশিতে ইংলিশ বাজার ব্লকের যদুপুর এলাকায় একটি শুভেচ্ছা এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, মালদা জেলা তৃনমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক রেজাউল আলী, ইংলিশ বাজার ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি জুয়েল রাহমান সিদ্দিকী সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা।

Comments

More News from News4Bengal

মালদার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় ৬ জন কে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ।।

মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা INTTUC'র।

ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন।

মালদায় তৃণমুলের জেলা সভাপতির জন্মদিনে শুভেচ্ছার ঝড় জেলা জুড়ে।

মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে।