তিন শতাধিক মুটে মজদুরের যোগদান তৃনমূলের INTTUC সংগঠনে।
তিন শতাধিক মুটে মজদুরের যোগদান তৃনমূলের INTTUC সংগঠনে।
মালদা, 20 এপ্রিল: মালদার হবিবপুরে তিন শতাধিক মুটে মজদুরের যোগদান তৃনমূলের INTTUC সংগঠনে। বুধবার মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুল চন্ডী নতুন বাস স্ট্যান্ড এ INTTUC এর একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রায় তিন শতাধিক মুটে মজদুর কংগ্রেস শ্রমিক সংগঠণ INTUC ছেড়ে তৃনমূল শ্রমিক সংগঠন INTTUC তে যোগদান করেন। সভায় উপস্থিত শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি শুনে তাদের আগামী দিনে সর্বক্ষেত্রে পাশে থাকার আশ্বাস দেওয়া হয় দলের তরফ থেকে এবং অবশেষে তাদের হাতে INTTUC এর পতাকা তুলে দেন মালদা জেলা INTTUC সভাপতি শুভদীপ সান্যাল এছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ বাস্কে, জেলা নেতৃত্ব দেবব্রত মুখার্জি ও সুবোধ রায় ,যুব নেতা রেজাউল আলী, INTTUC নেতৃত্ব অম্বড়িশ চৌধুরী , সুকান্ত দাস , কমল রায় , তপন কুমার সাহা সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।
Comments
Post a Comment