ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিলরের শপথ গ্রহণ হল মঙ্গলবার।

মালদা, ১২ এপ্রিল: ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিলরের শপথ গ্রহণ হল মঙ্গলবার। এদিন দুপুরে পৌরসভার কনফারেন্স হলে তাদের শপথ বাক্য পাঠ করান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। ভাইস চেয়ারম্যান পদ পেলেন সুমালা আগরওয়াল ও চেয়ারম্যান ইন কাউন্সিল পদে গায়ত্রী ঘোষ, শুভময় বসু, অশোক সাহা ও নিবেদিতা কুন্ডু।
   পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, সংবিধানের ৩১A ধারা অনুযায়ী আজকে ভাইস চেয়ারম্যান হিসেবে সুমোলা আগরওয়ালা এবং চেয়ারম্যান ইন কাউন্সিল হিসেবে গায়ত্রী ঘোষ, শুভময় বসু, অশোক সাহা ও নিবেদিতা কুন্ডু কে শপথ গ্রহণ করানো হয়েছে তিনি আরও বলেন তাদের নিজস্ব আলাদা ভাবে দপ্তর থাকবে এবং অর্ডার শিট আসার পর আগামী তে পৌরসভার আরও বাকিগুলো দপ্তরের শপথ করানো হবে।

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা