ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিলরের শপথ গ্রহণ হল মঙ্গলবার।
মালদা, ১২ এপ্রিল: ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিলরের শপথ গ্রহণ হল মঙ্গলবার। এদিন দুপুরে পৌরসভার কনফারেন্স হলে তাদের শপথ বাক্য পাঠ করান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। ভাইস চেয়ারম্যান পদ পেলেন সুমালা আগরওয়াল ও চেয়ারম্যান ইন কাউন্সিল পদে গায়ত্রী ঘোষ, শুভময় বসু, অশোক সাহা ও নিবেদিতা কুন্ডু।
পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, সংবিধানের ৩১A ধারা অনুযায়ী আজকে ভাইস চেয়ারম্যান হিসেবে সুমোলা আগরওয়ালা এবং চেয়ারম্যান ইন কাউন্সিল হিসেবে গায়ত্রী ঘোষ, শুভময় বসু, অশোক সাহা ও নিবেদিতা কুন্ডু কে শপথ গ্রহণ করানো হয়েছে তিনি আরও বলেন তাদের নিজস্ব আলাদা ভাবে দপ্তর থাকবে এবং অর্ডার শিট আসার পর আগামী তে পৌরসভার আরও বাকিগুলো দপ্তরের শপথ করানো হবে।
Comments
Post a Comment