মালদায় অগ্র ট্রেডিং জুট মিল শ্রমিক সহ একাধিক স্ততরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা করলো মালদা জেলা তৃনমূল শ্রমিক সংগঠণ।

মালদা, ১৩ এপ্রিল: মালদার গাজোলে, কালিয়াগঞ্জ অগ্র ট্রেডিং জুট মিল শ্রমিক সহ একাধিক স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা করলো মালদা জেলা তৃনমূল শ্রমিক সংগঠণ। এদিন মালদার গাজলে বিভিন্ন এলাকায় সভাযর মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধান এবং তার পাশাপাশি , কেন্দ্রের বিজেপি সরকারের জন বিরোধী আইনের বিরুদ্ধে সরব হন তারা। এদিনের সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা INTTUC সভাপতি শুভদীপ সান্যাল , গাজোল ব্লক INTTUC সভাপতি অরবিন্দ ঘোষ , গাজোল TMC সভাপতি মানিক প্রাসাদ , গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভীন , সহ সভাপতি জয়ন্ত ঘোষ , কৌশিক ঝা, কৃষ্ণ মণ্ডল , সুকান্ত দাস, মুসলিম মিয়া , বিকাশ বিশ্বাস , অভিজিৎ বিশ্বাস , মুসলিম মিয়া , বিদ্যুৎ বিশ্বাস , জালালউদ্দিন সরকার , খোকন দাস , সহ আরো এলাকার তৃনমূল কর্মী সমর্থকরা। এই সভার মধ্য দিয়ে কেন্দ্রের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনের নামার হুশিয়ারি দেন মালদা জেলা INTTUC সভাপতি শুভদীপ সান্যাল।

Comments

More News from News4Bengal

মালদার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় ৬ জন কে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ।।

মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা INTTUC'র।

ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন।

মালদায় তৃণমুলের জেলা সভাপতির জন্মদিনে শুভেচ্ছার ঝড় জেলা জুড়ে।

মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে।