উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ড্রাইভার তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের অফিস উদ্বোধন ফারাক্কায়।
মালদা ১০ এপ্রিল: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ড্রাইভার এন্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন এবং সংগঠনিক সভা অনুষ্ঠিত হলো ফারাক্কায়। রবিবার মুর্শিদাবাদের ফারাক্কায় একটি সাংগঠনিক সভার মধ্য দিয়ে তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম, INTTUC মালদা জেলা সভাপতি শুভদীপ সান্যাল, এন বি এস টি সি মালদা ডিপো সেক্রেটারি বিপ্লব ঘোষ, চাঁচোল ডিপো সেক্রেটারি গোলাম রসুন সাহেব, কোচবিহার ডিপো সেক্রেটারি দিপেশ দাস, ও দেবশিস দা , রায়গঞ্জ ডিপো নেতৃত্ব প্রণব বসাকসহ তৃনমূল কংগ্রেস নেতৃত্ব।
Comments
Post a Comment