মালদা, ১৭ এপ্রিল: মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা করলো মালদা জেলা তৃনমূল শ্রমিক সংগঠন। রবিবার মালদার কলিয়াচক 2 ব্লকের মেহেরাপুরে একটি বেসরকারি বিদ্যালয়ে এলাকার বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভার মধ্য দিয়ে নর সুন্দর সমাজ কল্যাণ সমিতি তথা নাপিত ইউনিয়ন , LPG গ্যাস সিলিন্ডার ডেলিভারি শ্রমিক ইউনিয়ন, বিড়ি শ্রমিক ইউনিয়ন, ছোট গাড়ির শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সমস্যা কে মাথায় রেখে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন মালদা জেলা INTTUC সভাপতি শুভদীপ সান্যাল সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তর বঙ্গ উন্নয়ন এবং জল সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্ব কৌশিক ঝা এবং ব্লক নেতৃত্ব ফারুক আব্দুল্লাহ সহ এলাকার তৃনমূল নেতৃত্বরা।
মালদা, ১১ অক্টোবর: ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন। ডেপুটেশন চলাকালীন সাংসদ কে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। বিগত কয়েক বছরে গঙ্গা নদীর ভাঙ্গনে সর্বহারা হয়েছে রতুয়ার মহানন্দাটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় কয়েকশো পরিবার। ইতিমধ্যে মহানন্দাটোলার কান্তটোলা গ্রামের প্রায় শতাধিক বাড়িঘর তলিয়ে গেছে গঙ্গা নদীর গর্ভে। বুধবার ওই সমস্ত এলাকার ভাঙ্গন পীড়িত মানুষদের সঙ্গে নিয়ে ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবি জানিয়ে "গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ একশন নাগরিক কমিটির পক্ষ থেকে রতুয়া ১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পোকে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন এই বিক্ষোভ ডেপুটেশনে সামিল হয়েছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। ডেপুটেশন চলাকালীন রতুয়া-১ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অজয় কুমার সিনহার নেতৃত্বে ব্লক গেটের সামনে সংসদকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূলের নেতাকর্মীরা। এই ঘটনার পর ব্লক দপ্তরের মূল ফাটকের সামনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবশেষে পুলিশি হস্তক্ষেপে সাংসদ সেখান থেকে বেরিয়ে যান। বিউ...
মালদা, ১৮ এপ্রিল: মালদা জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির জন্মদিনে শুভেচ্ছার ঝড় জেলা জুড়ে। সোশ্যাল মিডিয়া থেকে জেলা কার্যালয় শতাধিক তৃনমূল কর্মি সমর্থকদের ভালোবাসায় ভাসলেন জেলা তৃনমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। সোমবার রাতে মালদা জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয়ে জেলা থেকে শুরু করে বুথ স্তরের নেতা কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন মালদা শহরে অবস্থিত মালদা জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয়ে কেক কেটে এবং বিভিন্ন উপহার নিয়ে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ওল্ড মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম, জেলা INTTUC সভাপতি শুভদীপ সান্যাল, ইংলিশ বাজার ব্লক তৃণমূল সভাপতি প্রতিভা সিংহ, ইংলিশ বাজার ব্লক তৃণমূল যুব সভাপতি জুয়েল রাহমান সিদ্দিকী সহ শতাধিক কর্মী সমর্থকরা।
মালদা, ১৭ এপ্রিল: মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে। রবিবার মালদা জেলার কালিয়াচক 2 ব্লকের পঞ্চানন্দপুরে ম্যাক্সি, বাস, ট্যাক্সি ও ছোট গাড়ির শ্রমিক সংগঠনের প্রায় শতাধিক শ্রমিক যোগদান করলো তৃণমুলের শ্রমিক সংগঠন INTTUC তে। এদিনের এই যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন মালদা জেলা INTTUC সভাপতি শুভদীপ সান্যাল, কালিয়াচক 2 ব্লকের INTTUC নেতৃত্ব ফারুক আব্দুল্লাহ,জেলা নেতৃত্ব কৌশিক ঝা সহ এলাকার তৃনমূল কর্মী সমর্থকরা। জেলা তৃনমূল শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্যাল বলেন, ''মালদার এই ম্যাক্সি, বাস, ট্যাক্সি ও ছোট গাড়ির শ্রমিক সংগঠন যা দীর্ঘ 30 বছর যাবত সি আই টি ইউ এর দ্বারা পরিচালিত হতো কিন্তু শ্রমিকরা যখন বিভিন্ন কোন সমস্যায় পড়তেন তখন তারা সি.আই.টি.ইউ এর নেতৃত্বকে তারা পাশে পেতেন না। তাই তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর প্রতি আস্থা রেখে এলাকার জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে আলোচনা ক্রমে আজ সি.আই.টি.ইউ ছেড়ে আইএনটিটিইউসি তে যোগদান করলেন''। ...
Comments
Post a Comment