করোনা নেগেটিভ সোনু, সোশ্যাল মিডিয়ায় নিজেই ট্যুইট করে জানালেন সোনু।

 


নিজস্ব প্রতিবেদন: করোনা নেগেটিভ সোনু সুদ। আজ সোশ্যাল মিডিয়ায় নিজেই ট্যুইট করে সুস্থতার খবর জানান তিনি। সেই সঙ্গে ট্যুইট করেন নিজের একটি মন ভালো করা ছবি। হাসি মুখে সেখানে ভিকট্রি ও নেগেটিভ চিহ্ন হাত দিয়ে দেখাচ্ছেন তিনি। সোনুর সুস্থতার খবরে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ল শুভকামনায়, শুভেচ্ছাবার্তায়।

গত ১৭ এপ্রিল করোনা আক্রান্ত হয়েছিলেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন সেই খবরও। একটি বিবৃতি দিয়ে তিনি লেখেন, 'করোনা পজিটিভ। মেজাজ আর প্রাণশক্তি সুপার পজিটিভ।' সেই সঙ্গে তিনি আরও লেখেন, ' আজ সকালে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। নিয়ম অনুযায়ী আমি ইতিমধ্যেই নিভৃতবাসে রয়েছি সবার থেকে আলাদা হয়ে। পর্যাপ্ত দেখাশোনার মধ্যেই রয়েছি। কিন্তু আপনারা চিন্তা করবেন না। এর ফলে আমি আপনাদের সবাইকে সাহায্য করার আরও বেশি করে সময় ও সুযোগ পাব। আপনাদের সবার সমস্যার আরও বেশি করে সমাধান করার চেষ্টা করব আমি। মনে রাখবেন, আমি সবসময় আপনাদের পাশে রয়েছি।'

আক্ষরিক অর্থেই পাশে ছিলেন সোনু। করোনা আক্রান্ত হয়েও থেমে থাকেনি সাহায্য। গোটা দিন জুড়ে হাসপাতালে বেড, রেমডেসিভির ও অক্সিজেন যোগাতে ব্যস্ত থেকেছেন তিনি। কখনও প্রয়োজন মত যোগান দিতে না পারার হতাশা ঝরে পড়েছে তাঁর লেখায়। ট্যুইট করে লিখেছেন, 'আজকে হাসপাতালের বেডের প্রয়োজন ছিল ৫৭০টা। আমি মাত্র ১১২টি বেডের ব্যবস্থা করতে পেরেছি। আজ ১৪৭৭ রেমডেসিভির প্রয়োজন ছিল। আমি মাত্র ১৮টা জোগাড় করে দিতে পেরেছি। হ্যাঁ, আমরা হেরে গিয়েছি। আর আমাদের স্বাস্থ্যব্যবস্থাও।' আবার কখনও তাঁর ট্যুইটেই শোনা গিয়েছে আশার কথা। সোনু গতকালই একটি ট্যুইট করে লিখেছেন, 'অক্সিজেন, রেমডিসিভির আর বেড। সকাল থেকে রাত পর্যন্ত ব্যবস্থা চলছে। কখনও আমি জিতি, কখনও হেরে যাই। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। সবসময় পাশে রয়েছি।'

সোনুর করোনা নেগেটিভ হওয়ার খবর পেয়ে সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে শুভেচ্ছাবার্তায়। অনেকেই লিখেছেন, 'ভালো মানুষদের সঙ্গে খারাপ কিছু হয় না।' অনেকে আবার তাঁকে শুভেচ্ছাবার্তা ও ভালোবাসা জানিয়েছেন। 



Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা