ভুলবশত টুইট কংগ্রেস নেতা শশী থারুরের প্রাক্তন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের প্রয়াণের খবর কে নিয়ে।

 


নিজস্ব প্রতিবেদন:গুরুতর অসুস্থ লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন। গত ১২ এপ্রিল তিনি ৭৮তম জন্মদিন পালন করেন। তারপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বসে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কংগ্রস নেতা শশী থারুর টুইট করে সুমিত্রা মহাজনের প্রয়াণের খবর দিলেও তা ভুয়ো খবর বলে জানা গিয়েছে। পরে তিনি অবশ্য সেই টুইট ডিলিট করেছেন এবং পরে টুইট করে সেই ভুল স্বীকারও করে নিয়েছেন।

Comments

More News from News4Bengal

মালদার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় ৬ জন কে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ।।

মালদার কালিয়াচকে বিভিন্ন স্তরের শ্রমিকদের নিয়ে সাংগঠনিক সভা INTTUC'র।

ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান এবং পুনর্বাসনের দাবিতে ডেপুটেশন।

মালদায় তৃণমুলের জেলা সভাপতির জন্মদিনে শুভেচ্ছার ঝড় জেলা জুড়ে।

মালদায় শতাধিক শ্রমিকের CITU ছেড়ে যোগদান INTTUC তে।