করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ধোনির বাবা-মা, দেখা হল না মাহির

 নিজস্ব প্রতিবেদন: এবার করোনা আক্রান্ত হলেন ধোনির মা দেবকি দেবী ও বাবা পান সিং।  বুধবার মুম্বইতে কেকেআরের বিরুদ্ধে মাঠে নামবেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তাঁর টিম। কিন্তু তার আগেই এল দুঃসংবাদ। সূত্রের খবর, ইতিমধ্যেই রাঁচির একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।


আমজনতা, মন্ত্রী থেকে সিনেমা ইন্ডাস্ট্রি, করোনার দ্বিতীয় ওয়েভে আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দর্শকশূন্য মাঠে চলছে আইপিএল (IPL 2021) । কিন্তু এবার আক্রান্ত হলেন ধোনির মা-বাবা। রাঁচির পাল্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। বয়স খানিকটা উদ্বেগ বাড়াচ্ছে সকলের। কিন্তু সবচেয়ে খারাপ লাগার যেটি, এই অবস্থায় মা-বাবার সঙ্গে দেখা পর্যন্ত করতে পারবেন না মাহি। কারণ আইপিলের  নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালীন বায়ো-বাবল ছেড়ে কেউ বেরোতে পারবেন না। পারফরম্যান্স নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন এই পরিস্থিতিকতে মাঠে নিজেকে সামলে রাখা বড় চ্যালেঞ্জ ক্যাপ্টেন কুলের পক্ষে। 

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা