কোরোনায় মৃত্যু সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছেলে।

 কোরোনায় মৃত্যু সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছেলে।



 নয়াদিল্লি : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সীতারাম ইয়েচুরির ছেলের। ট্যুইট করে ছেলের মৃত্যুসংবাদ জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক। ট্যুইটে তিনি লেখেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি কোভিডে আক্রান্ত হয়ে আমার বড় ছেলে আশিস ইয়েচুরির আজ সকালে মৃত্যু হয়েছে।
গভীর ব্যক্তিগত শোকের মাঝেও ছেলেকে সুস্থ করার লড়াই চালানো চিকিৎসক, নার্সদের কৃতজ্ঞতা জানিয়েছেন সীতারাম ইয়েচুরি। পাশাপাশি সমস্ত সামনের সারির করোনা যোদ্ধা, সাফাইকর্মীদেরও বর্তমান কঠিন পরিস্থিতির মাঝেও চালিয়ে যাওয়া কঠিন লড়াইয়ের জন্য কুর্নিশ জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক। 

আশিস ইয়েচুরির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী লেখেন, আশিসের এভাবে অকালে চলে যাওয়ায় স্তম্ভিত, ব্যথিত। সীতারাম ইয়েচুরি জি ও ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে চাই।

গোটা দেশেই ক্রমাগত ভয়ঙ্কর আকার ধারণ করছে করোনা সংক্রমণ। রোজই লাফিয়ে লাাফিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমিতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মারণ ভাইরাসের কবলে প্রাণ হারানো ব্যক্তির সংখ্যা।

আগের সব রেকর্ড ভেঙে বৃহস্পতিবার দেশে এই প্রথমবার দৈনিক সংক্রমণ পেরিয়ে গিয়েছে ৩ লক্ষের বেশি। দেশের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। করোনা-কালে যা বিশ্বে সর্বকালীন রেকর্ড। একদিনে মৃত্যুতেও দেশে নতুন রেকর্ড। গত ২৪-ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের। এই নিয়ে পরপর দুদিন দেশে দৈনিক ২ হাজারের বেশি মানুষ মারণ ভাইরাসের কবলে প্রাণ হারালেন।

ভারতে ভয়ঙ্কর করোনার দ্বিতীয় ঢেউ। ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যার রেকর্ড বৃদ্ধি। অ্যাকটিভ কেসে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ লক্ষ ৯১ হাজার ৪২৮।

ভারতে প্রতি সেকেন্ডে সংক্রমিত হচ্ছেন ৪ জন। প্রতি মিনিটে দেশে ২১৯ জন আক্রান্ত হচ্ছেন। উদ্বেগ বাড়িয়েছে এই পরিসংখ্যান। 

Comments

More News from News4Bengal

দরজা বন্ধ ঘরে র*ক্তা*ক্ত দেহ, বৈষ্ণবনগরে চাঞ্চল্যকর খু*নের ঘটনা

ট্রেনে করে বস্তা ভর্তি জীবন্ত কচ্ছপ পাচার! মালদহ টাউন স্টেশনে পৌঁছেতেই আরপিএফ জালে মহিলা

তৃণমূল নেতাদের ঝাঁটা দিয়ে পেটানোর নিদান! মালদহে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর মিমের, মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে যোগদান মিমে

মালদা মেডিকেলের রাত্রি নিবাসে তালা, খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য রোগীর পরিজনেরা